1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

সংসদে ট্রেডমার্ক বিল পাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ২০১ Time View

বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ গ্রহণ এবং টিআরআইপিএস চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবে চুক্তির 3অনুসরণ করতে বিদ্যমান ট্রেডমার্ক আইনের প্রয়োজনীয় সংশোধনী এনে মঙ্গলবার জাতীয় সংসদে ট্রেডমার্ক (সংশোধন) বিল-২০১৫ পাস করা হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে বিদ্যমান আইনের ধারা ৩-এর উপধারা (১)-এর দফা (ক), ধারা ৮-এর দফা (ক) ধারা ১০-এর উপধারা (৫), উপধারা (৬), ধারা ১৮-এর উপধারা (৫) ও (৬), উপধারা (৮), ধারা ৩৬-এর উপধারা (১), ধারা ৩৭-এর উপধারা (১), ধারা ১২০-এর উপধারা (১)-এর প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। জাতীয় পার্টির ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম ওমর, নূরুল ইসলাম মিলন ও স্বতন্ত্র সদস্য হাজী মোঃ সেলিম বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনীর প্রস্তাব করলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এছাড়া সংসদে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী পোর্টস (সংশোধন) বিল-২০১৫ প্রত্যাহার করে নেয়া হয়।
বিলে বিদ্যমান আইনের ধারা ১০-এর উপধারা (৫) এ কোন পণ্য বা সেবা বাংলাদেশে নিবন্ধিত সুপরিচিত কোন ট্রেডমার্কের সাথে সাদৃশ্যপূর্ণ হলে উক্ত পণ্য বা সেবার ক্ষেত্রে উক্তরূপ ট্রেডমার্ক নিবন্ধন করা যাবে না। এছাড়া একই উপধারায় যদি শব্দগুলো কম ও হাইপেনের পরিবর্তে ‘কোন পণ্য বা সেবার জন্য বাংলাদেশে নিবন্ধিত সুপরিচিত কোন ট্রেডমার্কের সাথে সাদৃশ্যপূর্ণ বা বিভ্রান্তিমূলকভাবে সাদৃশ্যপূর্ণ বা অনুরূপ কোন মার্ক বা ট্রেড বর্ণনার অনুবাদ সহযোগে গঠিত ট্রেডমার্ক অন্য যে কোন পণ্য বা সেবার জন্য নিবন্ধন করা যাবে না এবং যদি’ শব্দগুলো কমাগুলো ও হাইপেন প্রতিস্থাপন করা হয়েছে। উপধারা (৬)-এ উলে¬খিত ভোক্তা শব্দটির পর ‘ও বিক্রেতা’ শব্দ দু’টি সন্নিবেশিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ