1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

হাদির বিক্ষোভ থেকে ফেরার পথে শিবির নেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬ Time View

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিহত হন ওই নেতা।

এ বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বগুড়া জেলা পূর্ব শাখার সাথী রাফিউল হাসান শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।
আরও পড়ুন
শহিদ হাদির একাডেমিক ফলাফল ভাইরাল

শিবির নেতা রাফিউল হাসান ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় এডমিশন ক্যান্ডিডেট ছিলেন।

সর্বশেষ একটি উপশাখার সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানান শিবির সেক্রেটারি নিহতের নাম রাফিউল হাসান বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে।

‎স্থানীয়রা জানান, শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদে জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল।

মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী ওরিন পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে উল্টো পথে ওভারটেক করার সময় তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে রাফিউল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

‎শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে উভয় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ