1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

শচিনকে হারিয়ে দিলেন ওয়ার্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ১৬৬ Time View

অবসর নেওয়ার পরে আর সেভাবে মেলে ধরতে দেখা যায় না সকলকেই৷ স্বয়ং শচিন 12তেন্ডুলকরও হারিয়ে গিয়েছেন৷ একমাত্র বীরেন্দ্র সেহওয়াগকেই (৫৫) দেখে মনে হল তিনি এখনও সেই স্টাইলে ব্যাট করতে পারেন৷ শচিনের সঙ্গে শুরুটা ভালোই করেছিলেন৷ কিন্তু তারপর ছন্দ পতন হল ২ জনেরই৷ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান ব্রায়ান লারা এখন অতীতে ছায়া মাত্র৷ তিনি কোনও ছাপই রাখতে পারলেন না৷ কার্ল হুপার, ভিভিএস লক্ষ্ণনের একই দশা ৷ সেই শিল্প হারিয়ে গিয়েছে কালের গ্রাসে৷ শচিনের দলের একদা বিশ্ববন্দিত তারকারা সেভাবে মেলে ধরতে পারলেন না৷ বরং শ্যেন ওয়ার্নের দলের তারকারা তুলনায় ভালো ক্রিকেট উপহার দিলেন৷
শনিবার ক্রিকেট অল স্টারের প্রথম ম্যাচে শচিন ব্লাস্টার্সকে ১৬ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে দিল ওয়ার্ন ওয়ারিয়র্স৷ নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪০ রান তোলে শচিনের দল৷ জবাবে ওয়ার্নের দল ১৭.২ ওভারে চার উইকেটে ১৪১ রান তোলে ওয়ার্নের দল৷ রিকি পন্টিং (৪৮) ও কুমার সঙ্গকারা ( ৪১) ভালো ব্যাট করে দলকে জেতাতে সাহায্য করেন৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ