1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় শ্রীলংকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

১ম ২ ম্যাচের ২ টিতেই জয় পেয়ে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক শ্রীলংকা। 8তাই ৩য় ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় লংকানরা। তবে শ্রীলংকার হোয়াইওয়াশের স্বপ্ন ধুলিসাত করতে প্রস্তুত ক্যারিবীয়রাও। এজন্য দু’দলেরই লক্ষ্য জয়। এমন লক্ষ্য নিয়েই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি।
সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টিতে পন্ড হয় বেশ কিছুসময়। ফলে কয়েক দফাই বন্ধ হয়ে ম্যাচটি। তারপরও বৃষ্টিবিঘিœত ম্যাচটিতে শেষ পর্যন্ত ছড়িয়েছে উত্তেজনা। সেখানে মাত্র ১ উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলংকা। প্রথমে ব্যাট করে ২৬ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে আন্দ্রে রাসেল ৪১ ও ড্যারেন ব্রাভো ৩৮ রান করেন। শ্রীলংকার পেসার সুরাঙ্গা লাকমাল ৩ উইকেট নেন।
জবাবে সহজ জয়ের পথেই হাটছিলো শ্রীলংকা। কিন্তু জয়ের কাছাকাছি এসে খেই হারিয়ে ফেলে তারা। তখন ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাতেও দমে যায়নি লংকানরা। নয় নম্বরে ব্যাট হাতে নামা অজন্তা মেন্ডিস অপরাজিত ২১ রান করে দলের জয় নিশ্চিত করে ফেলেন। তবে শ্রীলংকার জয়ের ভিতটা গড়েছিলেন দিলকরতেœ দিলশান। ৩২ বলে ৫৯ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি।
প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে গিয়ে দ্বিতীয় ম্যাচে দলকে ঠিকই জিতিয়েছেন শ্রীলংকার ব্যাটসম্যানরা। এ ম্যাচেও বৃষ্টির ঝামেলা ছিলো। ফলে ৩৮ ওভারে নেমে আসে ম্যাচটি। সেখানে আগে ব্যাট করে ২১৪ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে জনসন চালর্স ৮৩ ও মারলন স্যামুয়েলস ৬৩ রান করে আউট হন।
এরপর ওপেনার কুশাল পেরেরার ৯৯ রানে ম্যাচ জয়ের পথ পেয়ে যায় শ্রীলংকা। আর ৮১ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিন নম্বরে নামা লাহিরু থিরিমান্নে। ফলে ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ পকেটে ভরে নেয় শ্রীলংকা। তাই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের দারুণ এক সুযোগ এখন শ্রীলংকার সামনে।
এই সুযোগটাই ভালোভাবে কাজে লাগাতে চাইচ্ছেন শ্রীলংকার অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিলো সিরিজ জয়। সেটি অর্জন হয়েছে। এখন লক্ষ্য হোয়াইওয়াশ করা। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের দারুন এক সুযোগ আমাদের সামনে। এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে চাই। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও শতভাগ সাফল্য নিয়ে শেষ করতে চাই আমরা। তাতে র‌্যাংকিং-এ বেশ উন্নতি হবে আমাদের। সেই সাথে রেটিং পয়েন্ট-ও বাড়বে আমাদের।’
সিরিজ হার নিশ্চিত হওয়ায়, হোয়াইওয়াশের লজ্জার সামনে ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ম্যাচে ভালো খেলে সেই লজ্জাটা পেতে চান না ক্যারিবীয় দলপতি জেসন হোল্ডার। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে খুব বেশি খারাপ খেলিনি আমরা। কিন্তু তারপরও ম্যাচ হারতে হয়েছে আমাদের। কিছু কিছু ভুলের কারণে এমন অবস্থা হয়েছে। তবে তৃতীয় ম্যাচে এসব ভুল করা যাবে না। শেষ ম্যাচে ভালো ক্রিকেট খেলতে চাই আমরা। তা করতে পারলে হোয়াইটওয়াশ এড়াতে পারবো। আমাদের লক্ষ্য যেভাবেই হোক হোয়াইটওয়াশ এড়ানো। এজন্য প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলতে হবে।’
তিন বা পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে কখনোই হোয়াইটওয়াশ করতে পারেনি শ্রীলংকা। তাই এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম হোয়াইওয়াশের স্বাদ নিতে চাইবে শ্রীলংকা।
শ্রীলংকা স্কোয়াড : এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুসল পেরেরো, দিনেশ চান্ডিমাল, মিলিন্দা সিরিবর্দেনে, শেহান জয়সুরিয়া, সাচিত্রা সেনানায়েকে, জেফ্রে বন্দরসে, অজন্তা মেন্ডিজ, ল্যাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গ লাকমাল, দুশমন্ত চামিরা এবং ধনুস্কা গুনাথিলাকা।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), দিনেশ রামদিন (উইকেটরক্ষক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্যাকউড, কার্লোস ব্র্যাথহোয়াইট, ড্যারেন ব্রাভো, জনাথন কারটার, জনসন চালর্স, আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, সুনীল নারাইন, রবি রামপাল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও জেরোমে টেইলর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ