আজ বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ব্যাট ব্যাট
করছে টাইগাররা। শুরুতেই বাংলাদেশ একাদশের দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক শুভ সূচনা করেন। অত্যন্ত দৃঢ়তার সাথে ব্যাট করে ১৯.৩ ওভারে ১০৫ রানের জুটি গড়েন এই দুই ওপেনার।
আউট হওয়ার আগে ইমরুল কায়েস ৬৪ বলে ৫টি চার আর ২টি ছক্কায় ৫৪ রান করেন। ইমরুলের আউটের পর বিজয় আর বেশিদুর এগুতে পারে নি। ২১.২ ওভারে ১১৩ রানের সময় আউট হওয়ার আগে ৬১ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৫২ রান করেন। এরপর লিটন দাশ ও মুশফিকুর রহিম জুটি বাধেন। লিটন দাশ ও মুশফিকুর রহিম ভালই খেলছিলেন। লিটন দাশ ১ছক্কা ও ২টি চারে ২৩ বলে ২৫ রান করে চাকাবার শিকার হন। এরপর সাব্বির রহমান মুশফিকুর রহমানের সাথে জুটি বাধেন।
সাব্বির রহমানও তেমন সুবিধা করতে না পারায় ১১ বলে ৩ রান করে আউট হন। এরপর ব্যাট করতে নামেন সম্প্রতি ঘরোয়া লিগের দারুণ পাফরম্যন্স করা শাহরিয়ার নাফিস। তিনি জুটি বাধেন একপ্রান্তে আগলে রাখা মুশফিকুর রহিমের সাথে। মুশফিক ও নাফিসের ব্যাটে সামসে এগুচ্ছে টাইগাররা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৮ রানে সংগ্রহ করেছে টাইগাররা। শাহরিয়ার নাফিস ৪টি চার ও ১টি ছক্কায় ৩৮বলে ৩৮ রান ও মুশফিকুর রহিম ৩টি চার ও ২টি ছক্কায় ৬৮ বলে ৬৩ রানে ব্যঅট করছে।
এদিকে, আজকের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। কিন্তু সদ্য ডেঙ্গু জ্বরের ধকল কাটিয়ে মাঠে ফেরা মাশরাফি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বলে জানিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এজন্য প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম।
অন্যদিকে আজকের প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৭, ৯ ও ১১ নভেম্বর মিরপুর শের-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুত ১৩ ও ১৫ নভেম্বর সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।