1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

আজ জিতলেই শেষ ষোলতে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ১৮২ Time View

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আজ বুধবার বেলারুশ চ্যাম্পিয়ন বাতে 22বরিসভকে আতিথ্য দিবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সা বরিসভকে হারাতে পারলেই শেষ ষোল নিশ্চিত হয়ে যাবে।
অন্যদিকে শেষ ষোলতে উঠার স্বপ্ন এখনো টিকে রয়েছে বাতে বরিসভের। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে বেলারুশ চ্যাম্পিয়নরা। ফলে বুধবার বার্সাকে রুখে দিতে পারলে নকআউট পর্বের সম্ভাবনা টিকে থাকবে বরিসভেরও।
বার্সেলোনা ও বাতে বরিসভের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচটি বুধবার বাংলাদেশ সময় রাতে পৌনে দুইটায় অনুষ্ঠিত হবে। বার্সেলোনার মাঠ ন্যু-ক্যাম্প থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন এইচডি।
প্রথম লেগে বাতে বরিসভকে ২-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বার্সার হয়ে গোল দুটি করেন ইভান র‌্যাকিটিক। দুটি গোলেই অ্যাসিস্ট করেন নেইমার।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে রোমার বিপক্ষে হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাড়ার পর পরের দুই ম্যাচে বায়ার লেভারকুসেন ও বাতে বরিসভকে হারিয়ে ছন্দে ফেরে লুইস এনরিকের বার্সেলোনা। বুধবার সেই ছন্দ ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কাতালানরা।
অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ৪-১ গোলের হার দিয়ে শুরু করা বাতে বরিসভ দ্বিতীয় ম্যাচে রোমাকে ৩-২ গোলে হারিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দেয়। তবে তৃতীয় ম্যাচে বার্সার কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরে যায় বেলারুশ চ্যাম্পিয়নরা। শেষ ষোলতে যেতে হলে বুধবার কাতালানদের বিপক্ষে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে বরিসভকে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ সাত ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। বুধবার নিশ্চয়ই সেই সংখ্যাকে বাড়িয়ে নেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন নেইমার-সুয়ারেজরা। এছাড়া ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ১২ ম্যাচেই অপরাজিত রয়েছে বার্সেলোনা। এই ১২ ম্যাচের ১১টিতে জয় এবং একটিতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।
ইনজুরির কারণে লিওনেল মেসি দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেও আর্জেন্টাইন অধিনায়কের অভাব বুঝতে দেননি নেইমার ও সুয়ারেজ। বুধবার ঘরের মাঠে জয়ের জন্য এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে কাতালানরা। বাতে বরিসভকে হারাতে পারলেই টানা ১২তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে উত্তীর্ণ হওয়ার রেকর্ড গড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে বার্সেলোনা যতোটা দুরন্ত প্রতিপক্ষের মাঠে ঠিক ততোটাই বিবর্ণ বাতে বরিসভ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ১৩টি অ্যাওয়ে ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে বেলারুশ চ্যাম্পিয়নরা। স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচেই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে বরিসভ। তবে বাতে বরিসভকে ভরসা জোগাতে পারে ঘরোয়া লিগের অ্যাওয়ে ম্যাচে তাদের দুর্দান্ত ফর্ম। বেলারুশ লিগের সর্বশেষ ২৮টি অ্যাওয়ে ম্যাচেই অপরাজিত রয়েছে তারা। তবে বুধবার যে নেইমার-সুয়ারেজরা তাদের জীবন দুর্বিষহ করে তোলার জন্য প্রস্তুত রয়েছেন সেটিও অস্বীকার করার উপায় নেই।

টিম নিউজ:
বার্সেলোনা: নিষেধাজ্ঞার কারণে গেটাফের বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার আর্জেন্টাইন ডিফিন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো। তবে বাতে বরিসভের বিপক্ষে ফিরবেন তিনি। মেসির অনুপস্থিতিতে নেইমার ও সুয়ারেজের সঙ্গে খেলার জন্য লড়াই হবে সান্দ্রো ও মুনির আল হাত্তাদির মধ্যে। তবে কোচ এনরিকে মুনিরকেই বেছে নিতে পারেন। ইভান র‌্যাকিটিকের অনুপস্থিতিতে সার্জিও বুসকেটস ও মাচেরানোর সঙ্গে মিডফিল্ডে থাকবেন সার্জি রবার্তো।
মেসির মতো রাফিনহাকেও দলে পাচ্ছেন না কোচ লুইস এনরিকে। মেসির মতো অ্যাটাকিং মিডফিল্ডার রাফিনহাও হাঁটুর ইনজুরির কারণে দলের বাইরে রয়েছে। অন্যদিকে পায়ের ইনজুরির কারণে ডিফেন্ডার ডগলাস কস্তাকেও পাচ্ছে না কাতালানা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য স্বস্তির ব্যাপার হলো ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
বাতে বরিসভ: ইনজুরির কারণে আলেকজান্ডার হেব তার সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না। ভিতালি রোডিওনভ ও ম্যাকসিম জানেরচিককেও ইনজুরির কারণে পাচ্ছে না বাতে বরিসভ।
মুখোমুখি লড়াই: এর আগে তিনবার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও বাতে বরিসভ। চলতি মৌসুমের গ্রুপ পর্বের প্রথম লেগে বরিসভকে ২-০ গোলে পরাজিত করা বার্সা এর আগে ২০১১-১২ মৌসুমেও বেলারুশ চ্যাম্পিয়নদের পরাজিত করেছে। সেবার দুই লেগে কাতালানদের বিপক্ষে ৯ গোল হজম করেছে বরিসভ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ