1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

জঙ্গিবাদ সৃষ্টি করে বিদেশিরা বিস্তার করতে চায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ১৮২ Time View

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, “বিদেশিরা বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জঙ্গিবাদ সৃষ্টি করে বিস্তার করতে চায়। এ দেশের মানুষের স্বার্থরক্ষার জন্য শেখ হাসিনা ঝুঁকি নিয়ে তা প্রতিহত করছেন।”image_141532_0

শুক্রবার নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৫-১৬ মৌসুমের আখ মাড়াই করে চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন

শুক্রবার দুপুরে চিনি উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।

৫ জানুয়ারির নির্বাচনের পর পাকিস্তানের মতো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানান আমু।

সমাবেশে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এম এ আজিজ। তিনি জানান, এ মৌসুমে দুই লাখ ৪০ হাজার টন আখ মাড়াই করে ১৯ হাজার ৫৬০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সমাবেশে সংসদ সদস্য আবদুল কুদ্দুস ও আবুল কালাম আজাদ, চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ