1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

সিরিয়ায় হাসপাতালে বিমান হামলা : নিহত ৩৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ১৫১ Time View

সিরিয়ায় সাম্প্রতিক সময়ে হাসপাতালগুলোতে বিমান হামলার পরিমাণ বেড়ে গেছে। সেখানে 2এ ধরণের হামলায় কমপক্ষে ৩৫ রোগী ও হাসপাতাল স্টাফ নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। এ সময় কমপক্ষে ৭২ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ডক্টরস উইদাউট বডার্স (এমএসএফ) এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত রাশিয়া তাদের দীর্ঘদিনের মিত্র প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে গত ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় বিমান হামলা শুরু করে।
এমএসএফ’র বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনীর কোন গ্রুপ এসব হামলা চালায় তা জানা যায়নি। এমএসএফ সমর্থন পুষ্ট ৬টিসহ ইদলিব, আলেপ্পো ও হামা প্রদেশের ১২টি হাসপাতাল লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হয়।
আন্তর্জাতিক মেডিক্যাল এইড গ্রুপ জানায়, এরফলে বাধ্য হয়ে ৬টি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে এবং হামলায় ৪টি অ্যাম্বুলেন্স একেবারে ধ্বংস হয়ে গেছে। তারা আরো জানায়, এ ধরণের হামলা শুরুর পর থেকে মাত্র একটি হাসপাতাল পুনরায় খোলা হলেও সেখানে জরুরী, প্রসূতি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এসব হামলার ফলে হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সিরিয়া বিষয়ক এমএসএফ প্রধান সিলভাইন গ্রুলক্স বলেন, চার বছরের বেশী সময় ধরে যুদ্ধ চলার পর এ ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান যে আন্তর্জাতিক মানবিক আইন এই সংঘাতে সকল দলকে কিভাবে খুব সহজভাবে রক্ষা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ