1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

কোপা ডেল রে’র শুরুতেই বার্সার হোঁচট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ১৪৬ Time View

গত মৌসুমের ট্রেবলজয়ী বার্সেলোনা এবার কোপা ডেল রে’র শুরুতেই হোঁচট খেল। গতকাল 7বুধবার স্পেনের তৃতীয় সারির দল ভিয়ানোভেন্সের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে লুইস এনরিকের দল।
গতকাল বুধবার প্রতিপক্ষের মাঠে মেসি, নেইমার ও সুয়ারেজকে ছাড়া তরুণ এক দলকে মাঠে নামান লুইস এনরিক। ইনজুরির কারণে মেসি দলের বাইরে রয়েছেন। আর নেইমার ও সুয়ারেজকে বিশ্রাম দিয়েছেন কাতালান কোচ। অনভিজ্ঞ দলটি এ দিন প্রতিপক্ষের গোলমুখে মাত্র ৩টি শট নিতে সক্ষম হয়। এই ড্র সত্ত্বেও শেষ ১৬-তে যাওয়ার সুযোগ রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আগামী ২ ডিসেম্বর ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে ভিয়ানোভেন্সকে হারাতে হবে কাতালানদের।
আক্রমণভাগে ‘এমএসএন’-এর অনুপস্থিতিতে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরুতে ভুগলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠতে থাকে বার্সেলোনা। কিছুটা অগোছালো হলেও মাঝে মধ্যে আক্রমণে উঠছিল মুনির এল হাদ্দাদি- সান্দ্রো রামিরেসরা। ২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা, কিন্তু রিজার্ভ বেঞ্চ থেকে মূল দলে ঢোকা মিডফিল্ডার জেরার্দ গোলরক্ষককে কাটিয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন। ৩১তম মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পায় বার্সেলোনা। ডি বক্সের মধ্যে মার্ক বার্ত্রার শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে ফিরলেও বল এসে পড়ে মুনির এল হাদ্দাদির পায়ে। তরুণ এই স্ট্রাইকারের ফিরতি শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
অন্যদিকে, শুরু থেকেই ধারণার বিপরীতে বেশ গোছানো ফুটবল খেলে ‘পুঁচকে’ ভিয়ানোভেন্স। প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে বার্সেলোনার রক্ষণে ভালোই চাপ সৃষ্টি করে তারা। দুই মিনিটের ব্যবধানে দারুণ দুটি আক্রমণও করে, কিন্তু সাফল্যের দেখা মেলেনি।
৪৩তম মিনিটে দুর্ভাগ্য বাঁধ না সাধলে এগিয়েই যেত স্বাগতিকরা। ডিফেন্ডার মিগুয়েল ত্রিনিদাদের শট ক্রসবারে লাগলে বড় বাঁচা বেঁচে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রেখে খেলতে থাকে বার্সেলোনা। তবে এই অর্ধের শুরুতে তাদের বল পাসিংয়ে তেমন একটা গতি দেখা যাচ্ছিল না। ৬৭তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি হারায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে তড়িৎ একটা পাস পেয়ে বাঁ দিক থেকে ডি বক্সে ঢুকে পড়েন সান্দ্রো। গোল করার মতো পজিশনেও ছিলেন, কিন্তু আবারও লক্ষ্যভ্রষ্ট শট। ২ মিনিট বাদে অতিথি শিবিরে ফের গোল মিসের হতাশা; ফাঁকায় দাঁড়িয়েও দুর্বল শট নেন সান্দ্রো।
ম্যাচের শেষ ভাগে গোল পেতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। কিন্তু এই অর্ধে নিজেদের ঘর সামলাতে মনোযোগ দেওয়া ভিয়ানোভেন্সের রক্ষণ কিছুতেই ভাঙতে পারছিল না লুইস এনরিকের দল।
৮৭তম মিনিটে দারুণ গোছানো একটি আক্রমণ করে বার্সেলোনা। সেটা কর্নারের বিনিময়ে ঠেকায় স্বাগতিক রক্ষণ। পরে কর্নার কিকে দুর্দান্ত হেড করেন বার্ত্রা। এবার বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক, লাফিয়ে উঠে কোনোমতে ক্রসবারের উপর দিয়ে বল পাঠিয়ে দিলে ড্রয়েই শেষ হয় ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ