1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তানে সিরিজ জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ১৩২ Time View

প্রাণপণ লড়েছিলেন শন উইলিয়ামস, কিন্তু দলের হার এড়াতে পারেননি তিনি। ৫ম ও শেষ 7ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। গতকাল শনিবার বুলাওয়েতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭৩ রানে হারিয়ে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে আফগানরা। আইসিসির সহযোগী দেশ হয়ে তারা টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ৩-২ ব্যবধানে।
শনিবার কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ২৪৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে হয়েছে জিম্বাবুয়েকে। ১৫ রানের মধ্যে চামু চিবাবা (৭), ক্রেইগ আরভিন (১) এবং মুতাবামি (২) ফিরে গেলে চরম বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেই বিপর্যয় আরও বাড়িয়ে স্কোরবোর্ডে ৫৫ রান উঠতেই ড্রেসিংরুমের পথ ধরেন মুতমবুজি (৬) ও সিকান্দার রাজা (২)। তবে মিডল অর্ডারে একপ্রান্ত আগলে রেখে নিঃসঙ্গ শেরপার মতো জিম্বাবুয়ের ইনিংসকে টেনেছেন শন উইলিয়ামস। ১৭২ রানের মধ্যে ১০২ রানই এসেছে তার ব্যাট থেকে। বাকি ৯ ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ৭০ রান! এখান থেকে আসলে বোঝা যায় আফগান বোলারদের সামনে কতটা অসহায় ছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। উইলিয়ামসনের ১০২ রান এসেছে ১২৪ বলে তিন চার আর চার ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ রান লুক জঙ্গের (১৬)। অধিনায়ক এলটন চিগুম্বুরা করেন ১৪ রান। ২২ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের আসল সর্বনাশটা করেছেন ফাস্ট বোলার দৌলত জাদরান। ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন আমির হামজা। ২৪ রানে ২ উইকেট পেয়েছেন তরুণ লেগ স্পিনার রশিদ খান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ২৪৫ রান। আলি জাদরান ৮৮ বলে ৫৪, মোহাম্মদ নবী ৭০ বলে ৫৩, অধিনায়ক স্ট্যানিকজাই ৫৮ বলে ৩৮ এবং মোহাম্মদ শাহজাদ করেন ২২ রান। ওয়েলিংটন মাসাকাদজা ৩১ এবং রাজা ৪০ রানে পেয়েছেন ৩টি করে উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন দুজন, আফগানিস্তানের দৌলত জাদরান ও জিম্বাবুয়ের সেঞ্চুরিয়ান শন উইলয়ামস। তবে সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ