1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

২০২৫ সালের মধ্যে বিশ্বের ৫ম পরমাণু দেশ হচ্ছে পাকিস্তান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ১১৫ Time View

২০২৫ সালের মধ্যে বিশ্বের ৫ম বৃহত্তম পরমাণু অস্ত্রের দেশ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে 3পাকিস্তান। দেশটির অব্যাহত পরমাণু কর্মসূচির প্রেক্ষিতে শীর্ষস্থানীয় মার্কিন অস্ত্র গবেষকদের তৈরি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। এমন এক সময়ে এ রিপোর্ট প্রকাশিত হল যখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
‘পাকিস্তান নিওক্লিয়ার ফোর্সেস ২০১৫’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পাকিস্তানের কাছে ১১০ থেকে ১৩০টি পরমাণু অস্ত্র রয়েছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল ৯০ থেকে ১১০টি।’ দেশটির বর্তমান পরমাণু কর্মসূচির এই ধারা অব্যাহত থাকলে ২০২৫ সাল নাগাদ তারা বিশ্বের পঞ্চম পরমাণু শক্তিধর দেশ হিসেবে আবির্ভুত হবে। তখন তাদের পরমাণু অস্ত্রের পরিমাণ গিয়ে দাঁড়াবে ২২০-২২৫-এ।
এরই মধ্যে বেশ কয়েকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। চারটি প্লুটোনিয়াম ও ইউরেনিয়াম রিয়েক্টর উৎপাদনে রয়েছে। এভাবে চলতে থাকলে পাকিস্তানের পরমাণু কর্মসূচি আগামী এক দশকে অনেক দূর এগিয়ে যাবে। তবে কতদূর যাবে, তা নির্ভর করছে অনেক কিছুর ওপর বলে মন্তব্য করা হয় ওই প্রতিবেদনে।
এর মধ্যে পরমাণু-উৎক্ষেপক প্রস্তুতে পাকিস্তানের পরিকল্পনা ও ভারতের পরমাণু অস্ত্র মজুতের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দুই অস্ত্র গবেষক হান্স এম ক্রিস্টেনসেন এবং রবার্ট এস নোরিস মিলে এই প্রতিবেদনটি তৈরি করেছেন। তারা বলছেন, প্রতিবেশী ভারতের সম্ভাব্য হামলা ঠেকাতেই পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।
অন্যদিকে থেমে নেই ভারতও। তারা বৃহত্তম প্রতিবেশী চীনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবেই পরমাণু অস্ত্র পরিকল্পনা জারি রেখেছে।
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করার প্রাক্কালে এ প্রতিবেদন প্রকাশিত হল। পাক কর্মকর্তারা জানিয়েছেন, ওই সাক্ষাতে নওয়াজ ওবামাকে এই বলে আশস্ত করবেন, ইসলামাবাদ কেবল স্বল্প ক্ষমতাসম্পন্ন পরমাণু অস্ত্র তৈরি করছে।
প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান বর্তমানে ছয় ধরনের পারমাণবিক ব্যালাস্টিক মিসাইলের অধিকারী। এগুলোর মধ্যে অন্তত দু’টো তৈরির কাজ চলছে। বাকিগুলোর মধ্যে স্বল্প-পাল্লার শাহীন-১এ ও মধ্যম-পাল্লার শাহীন-থ্রি উল্লেখযোগ্য। পাকিস্তান দু’টি ক্রুজ মিসাইলও তৈরি করছে। এগুলো হলো, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য বাবর (হাতফ-৭) ও আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য রা’আদ (হাতফ-৮)। যেগুলো তৈরির কাজ চলছে, এর মধ্যে অন্তত একটিকে সাবমেরিনে ব্যবহার উপযোগী করা হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ