এবার ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল দলটি গঠন করেছে রিয়াল মাদ্রিদ। ১০ বারের
ইউরোপীয় এ চ্যাম্পিয়ন ক্লাবটি তাদের দল গঠন বাবদ ব্যয় করেছে ৬২৯ মিলিয়ন ইউরো। উয়েফা কর্তৃক বুধবার প্রকাশিত ২০১৪ সালের আর্থিক তথ্য বিরণীতে এ চিত্র ফুটে উঠেছে। রিয়ালের চেয়ে ১০০ মিলিয়নেরও কম অর্থ ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ দামি দল গঠনকারীর তালিকায় স্থান করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটি। তাদের ব্যয় ৫২৬ ইউরো। তৃতীয় অবস্থানে আছে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন চেলসি, যাদের ব্যয় ৪৯৮ মিলিয়ন ইউরো।
ইউরোপের অন্তত ১৫টি ক্লাবের দল গঠন বাবদ ব্যয় হয়েছে ২০০ মিলিয়নের বেশি। যাদের মধ্যে উল্লেখযোগ্য বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, জুভেন্টাস ও আর্সেনাল। এ অর্থ বছরে তারকা খেলোয়াড়দের সর্বাধিক পারিশ্রমিক প্রদানের তালিকারও শীর্ষে রয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। যারা তারকা খচিত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর মজুরি দিয়েছে ২৭০ মিলিয়ন ইউরো। যা এ অর্থবছরে কোন খেলোয়াড়কে দেয়া সর্বোচ্চ মজুরি।
তারকা খেলোয়াড়ের জন্য অর্থ ব্যয় করা দল হিসেবে পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড (২৬৩ মিলিয়ন ইউরো), বার্সেলোনা (২৪৮ মিলিয়ন ইউরো) এবং প্যারিস সেন্ট জার্মেইন (২৩৫ মিলিয়ন ইউরো)। ২০১৪ অর্থবছরের আগে ইউরোপের শীর্ষ ২০ ক্লাবের মজুরি খাতে গড় ব্যয় ১৭২ মিলিয়ন ইউরো। যাদের মোট ব্যয় ৩.৫ বিলিয়ন ইউরোর সামান্য নিচে। এক লাফে ২০১৪ সালে এসে সেটি পৌঁছেছে রেকর্ড ৯.৯ বিলিয়নে।
অবশ্য এ কারণে গেট মানি থেকে ভাল আয় করেছে লস ব্লাংকোসরা। ২০১৪ অর্থ বছরে শুধুমাত্র এ খাত থেকে তাদের আয় ১২১ মিলিয়ন ইউরো। এ খাতে অর্থ উপার্জনের তালিকায় অবশ্য তাদের খুব কাছে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের ২ জায়ান্ট ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ পাঁচের বাকি দুটি দল হচ্ছে যথাক্রমে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। ৬০ হাজার কিংবা তদুর্ধ্ব আসনের স্টেডিয়াম থাকা ক্লাবের গেটমানি থেকে অর্থ উপার্জনের তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চেলসি। তাদের উপার্জিত অর্থের পরিমাণ ৭৯ মিলিয়ন ইউরো।