1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

‘ধর্মনিরপেক্ষতা মানে সব মানুষের সমান অধিকার’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ১৪০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। এর মানে দেশের 3সব মানুষের সমান অধিকার। এর মাধ্যমে সবাই যার যার ধর্ম সুষ্ঠুভাবে পালন করবেন। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে জন্ম নেয়া প্রত্যেক নাগরিক সমান অধিকার নিয়ে বাস করবে। দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বী নেতারা। পরে পূজামন্ডপ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় কালে তিনি একথা বলেন।
বিকেল ৪টা ৩৭ মিনিটে রাজধানীর রামকৃষ্ণ মিশনে আসেন প্রধানমন্ত্রী । এ সময় তাতে শঙ্খ বাজিয়ে বরণ করে নেয়া হয়। মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশা নন্দ মহারাজ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট দিয়ে অভ্যর্থনা জানান মিশন পরিচালনা পর্ষদের সভাপতি বিচারপতি (অব.) গৌড় গোপাল সাহা, প্রবীর সাহা, মিশনের শিক্ষক জয় প্রকাশ প্রমুখ।
প্রধানমন্ত্রী বলেন, সকল সম্প্রদায়ের মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা তার সরকারের লক্ষ্য। তিনি বলেন, সব ধর্মেই মানবতা ও শান্তির কথা বলা আছে। আমরা সবসময় চাই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠবে। জাতির পিতা চেয়েছিলেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হবে, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত হবে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ হিসেবেই গড়ে তুলতে চাই। হানাহানি, মারামারি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আমরা চাই না। আমরা চাই প্রতিটি মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ঘটনাটি ছিল কোনো ব্যক্তি বা পরিবারকে শেষ করে দেয়ার নয়। এই হত্যাকান্ড ঘটে বাঙালির আদর্শকে নিমূল করতে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দেয়। আমরা ক্ষমতায় এসে তা ফের অন্তর্ভুক্ত করি। বঙ্গবন্ধুকে হত্যার পরই দেশে জঙ্গিবাদের উত্থান, মন্তব্য করে তিনি বলেন, আমাদের সব কার্যক্রম জঙ্গিবাদ ও দারিদ্রের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছি। আজ বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত। আমারা জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলায় কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ