1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় নয় মাসে নিহত ৩১৮৫ : ইলিয়াস কাঞ্চন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ১৪৭ Time View

চলতি বছরের নয় মাসে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন হাজার ১৮৫ জনের। আহত 4পাঁচ হাজারের বেশি।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ সব তথ্য জানান।
আগামী ২২ অক্টোবর ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করবে সংগঠনটি। দেশব্যাপী তাদের ৮৭টি শাখায়ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবস পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২২ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে নিসচা’র সাংস্কৃতিক সম্পাদক জাফর ফিরোজ নির্মিত ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনের বিয়োগান্তক ঘটনার আলোকে স্মৃতিচারণমূলক একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। উল্লেখ্য আজ থেকে ২২ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। যাদের বুকে ধারন করে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই শ্লোগান নিয়ে গড়ে তুলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। সেই পথচলায় ক্লান্তি নেই, নেই কোন শংকা। বিরামহীন তিনি হেঁটে চলেছেন দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। স্বজন হারানোর বেদনায় আর যেন কাউকে নীল হতে না হয়, তার জন্য ইলিয়াস কাঞ্চন সড়কের মাঝে বেঁধেছেন বাসা। লক্ষ্য একটাই সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তোলা।
জাহানারা কাঞ্চনকে নিয়ে ইলিয়াস কাঞ্চনের স্মৃতিচারণমূলক বক্তব্যের এই ভিডিওচিত্র সংবাদ সম্মেলনে আগত সকলের হৃদয় ছুঁয়ে যায়। আবেগে আপ্লুত হয়ে উঠেন সবাই। ভিজে উঠে দু’চোখ। বেদনাবিদুর একটি পরিবেশের মধ্যদিয়ে ইলিয়াস কাঞ্চন শুরু করেন জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৫ এবং জাহানারা কাঞ্চনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে বক্তব্য। বক্তব্যে তিনি সড়কের মড়ক থেকে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে সচেতনতা তৈরি ও সমন্বিত উদ্যোগের উপর জোর দেন।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৫- এর এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই। এরই আলোকে নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর আয়োজনে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১.০০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি র‌্যালি এবং র‌্যালি শেষে সমাপনি সমাবেশ অনুষ্ঠিত হবে। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি। দুপুরে নিসচা নেতৃবৃন্দ বনানীতে মরহুমা জাহানার কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন। বিকেলে বাদ মাগরিব নিসচা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল।
একইভাবে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর দেশব্যাপি বিদ্যমান ৮৭টি শাখার উদ্যোগে স্থানীয়ভাবে একই সময়ে র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হবে। এছাড়া যুক্তরাজ্য, সৌদিআরবসহ বিদেশেও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচিতে নিসচাকর্মীসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেকেই এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নিবেন।
ইলিয়াস কাঞ্চন বক্তব্যে দেশে, বিদেশে, নিসচা’র সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিট কমিটি, সকল বন্ধু-শুভানুধ্যায়ীদের, সমমনা সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এলাকার সর্বস্তরের জনসাধারণ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীদের প্রতি ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা তৈরীতে উদাত্ত আহ্বান জানান ।
নিসচার প্রতিষ্ঠাতা সদস্য আওলাদ হোসেনসহ গত বছরের ২২ অক্টোবর থেকে এযাবত সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদের সম্পাদনায় প্রকাশিত ‘নিরাপদ’- এর মোড়ক উন্মোচন করেন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, হুমায়ূন কবির, মহাসচিব শামীম আলম দীপেন, যুগ্ম মহাসচিব বেলায়েত হোসেন নান্টু, লায়ন গনি মিয়া বাবুল, অর্থ সম্পাদক নাসিম রুমি, সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে রিয়াজ উদ্দিন রিয়াজ, এ কে আজাদ ও শেখ আবদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জুনাইদুর রহমান মাহফুজ, সাংস্কৃতিক সম্পাদক জাফর ফিরোজ, প্রচার সম্পাদক কামাল হোসেন খান, সহ- প্রচার সম্পাদক আবদুল গফুর সাগর, কার্যনির্বাহী সদস্য ফারিহা ফাতেহ, এরফানুল হক নাহিদ, ইয়াসমিন কবির চৌধুরী, সুরাইয়া রহমান মনি, এম জামাল হোসেন মণ্ডল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ