1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লীগে আজ আবারও মাঠে নামছে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ১১৭ Time View

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ 7দিবাগত রাতে বেট বরিসভের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। শেষ ষোলোতে চোখ বেলারুশের ক্লাব বরিসভেরও। ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বার্সা ও বরিসভ। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে ম্যাচটি। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স লীগে দু’টি ম্যাচ খেললেও শতভাগ সাফল্য পায়নি বার্সা। তবে ইতালিয়ান ক্লাব এস রোমার সাথে ১-১ গোলে ড্র করলেও, জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ জয় পায় তারা। ফলে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত পয়েন্ট নিয়েই টেবিলের শীর্ষে বসে আছে বার্সেলোনাই। তবে দ্বিতীয় ও তৃতীয়স্থানে থাকা লেভারকুজেন ও বরিসভের সাথে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান মাত্র ১। চতুর্থস্থানে থাকা রোমার সংগ্রহে আছে ১ পয়েন্ট। তাই শেষ ষোলোর পথ খোলা আছে এই গ্রুপের চার দলেরই। কারন এখনও ৪টি ম্যাচ খেলতে পারবে প্রত্যক দল।
তবে এসব হিসাব-নিকাশ নিয়ে মাথা ঘামাতে রাজি নয় বার্সেলোনা। মাঠে সেরা ফুটবল প্রদর্শন করতে ঘাম ঝড়াতে রাজি তারা। আর তা করেই শেষ ষোলোর পথে এগিয়ে যেতে চায় বার্সেলোনা। তেমনটাই জানালেন বার্সার সুইস তারকা ইভান রাকিটিচ, ‘মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমাদের শতভাগ প্রস্তুতি আছে। প্রতিপক্ষকে নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। ম্যাচে নিজেদের স্বাভাবিক খেলাটাই আমরা খেলতে চাই। তবে আমাদের প্রধান লক্ষ্য- জয়। শেষ ষোলের পথে এগিয়ে যেতে হলে এ ম্যাচ আমাদের ৩ পয়েন্ট নিতে হবে। নয়তো পরবর্তীতে অনেক চাপে পড়ে যাবো আমরা।
হাঁটুর ইনজুরির কারণে দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই শেষ তিন ম্যাচ খেলেছে বার্সেলোনা। এরমধ্যে দু’টি ম্যাচ জিতলেও, একটি হেরেছে। দু’টি জয়ের মধ্যে লা-লীগায় পাওয়া সর্বশেষ জয়টি ছিলো বার্সেলোনার জন্য অনেক বেশি আনন্দের। কারন রায়ো ভায়েকানোকে ৫-২ গোলে হারিয়েছে তারা। এ ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার একাই করেন চার গোল।
চ্যাম্পিয়ন্স লীগে বরিসভের বিপক্ষেও নিজের সেরা পারফরমেন্সটা নেইমার অব্যাহত রাখবেন বলে মনে করেন রাকিটিচ। তিনি বলেন, আশা করবো আগামী ম্যাচেও ঝলসে উঠবেন নেইমার। বরিসভের বিপক্ষে তার সেরা পারফরমেন্সটাই দেখবো আমরা। এজন্য মাঠে তাকে সব ধরনের সহায়তা করবো আমরা। তাকে অনেক বেশি বল যোগান দেয়াই হবে আমাদের মূল কাজ।
বার্সেলোনার মত শেষ ষোলোর চিন্তা মাথায় রয়েছে বরিসভেরও। কারন ৩ পয়েন্ট নিয়ে টেবিলে ভালো অবস্থায় রয়েছে তারাও। তাই বার্সেলোনার বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত দল বলে জানালেন মিডফিল্ডার ফিলিপ ম্লাডিনোভিচ, ‘আগের ম্যাচে রোমার বিপক্ষে যেভাবে খেলেছি, বার্সেলোনার বিপক্ষেও এভাবে খেলতে চাই। শেষ ষোলোতে খেলার সম্ভাবনা আমাদেরও রয়েছে। এ সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে চাই। এ গ্রুপের প্রথম লেগের পর আগামী ৫ নভেম্বর দ্বিতীয় লেগে আবারো মুখোমুখি হবে এ দুদল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ