1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

ভারতীয় ক্রিকেট বোর্ডে শিবসেনার হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
  • ১৩৯ Time View

মুম্বাইয়ে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) হামলা চালিয়েছে শিবসেনার কর্মীরা। 12ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খানের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের বৈঠক হবার কথা ছিল আজ সোমবার সকালে। ওই হামলার পরপরই আজকের বৈঠকটি স্থগিত করা হয়। ভারত-পাকিস্তান ক্রিকেট বিষয়ক বৈঠককে বানচাল করতেই এই হামলা চালিয়েছে শিবসেনার সদস্যরা।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, সকালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআইয়ের সদর দফতরে সেই বৈঠক শুরুর আগেই হাজির হন শিবসেনা সমর্থকরা। বিসিসিআইয়ের কার্যালয়ের দরজা ঠেলে তারা দফতরের ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ করা হচ্ছে। শিবসেনাদের মুখে ছিল পাকিস্তানবিরোধী স্লোগান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খানের বিরুদ্ধেও স্লোগান দেয় শিবসেনাকর্মীরা। তাদের একটাই দাবি, পাকিস্তানের সাথে ভারতের কোনো ক্রিকেট নয়।
আইপিএল প্রধান রাজীব শুকলা এক টুইট বার্তায় বলেছেন, বিসিসিআই ভারতের মানুষের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাবে না। প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের আমন্ত্রণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানসহ বোর্ডের কর্মকর্তারা এখন ভারত সফরে রয়েছেন। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ