1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

বাংলাদেশের ভূয়সী প্রশংসা করলেন বিশ্বব্যাংক প্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০১৫
  • ১৪৬ Time View

বিশ্বব্যাংক-আইএমএফ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করলেন 7a8sudiasdবিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
গতকাল শুক্রবার পেরুর রাজধানী লিমায় বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘নারীদের জন্য বিনিয়োগ করা উচিত, যা যে কোনো দেশের প্রবৃদ্ধি বাড়াতে সবচেয়ে কার্যকর কৌশলগুলোর অন্যতম। বাংলাদেশের মতো কয়েকটি দেশ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণকে উৎসাহিত করছে। তারা যদি এই ধারা অব্যাহত রাখে তাহলে আগামী দশকে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৩৪ থেকে ৮২ শতাংশে উন্নীত হবে, যা তাদের জিডিপিতে ১ দশমিক ৮ শতাংশ যোগ করবে।’
লিমা কনভেনশন সেন্টারে বিশ্বব্যাংকের ১৮৮টি সদস্য দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ প্রায় দশ হাজার প্রতিনিধির উপস্থিতিতে বাংলাদেশের এই প্রশংশা করেন বিশ্ব আর্থিক খাতের মোড়ল সংস্থার প্রধান। এ সময় বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘এর আগে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় বিশ্বব্যাংক বা আইএমএফের প্রধানরা কোনো দেশকে নিয়ে এ ধরনের প্রশংসাসূচক কথা বলেননি। এটা আমাদের জন্য গর্বের। এতো লোকের মধ্যে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশের প্রশংসা করলেন, অর্থমন্ত্রী হিসেবে সত্যিই ভালো লাগছে।
তবে এখানে একটি কথা বলতে চাই, আমরা আমাদের নারীদের উন্নয়নে যা কিছু করেছি তার সবই নিজেদের বুদ্ধিতে করেছি। নিজের টাকায় করেছি।
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে প্রায় ৪০ লাখের মতো শ্রমিক কাজ করে, যার ৮০ শতাংশেরই বেশি নারী শ্রমিক। আর এই খাত থেকে গত ২০১৪-১৫ অর্থবছরে ২৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশ। আর এই খাত থেকে গত ২০১৪-১৫ অর্থবছরে ২৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশ প্রতিনিধি দল দেশের স্বার্থ সংরক্ষণে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন। আগামীকাল রবিবার শেষ হবে এই সম্মেলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ