আগামী ১৫ অক্টোবর ডালমিয়ার ছেড়ে যাওয়া সিএবি-র হটসিটে বসছেন সৌরভ
গঙ্গোপাধ্যায়৷প্রথগতভাবে সিএবি-র যুগ্মসচিব পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন সৌরভ৷সেক্ষেত্রে এবার সিএবি সভাপতি পদে অভিষেকের প্রতীক্ষা৷আগামী পনেরো অক্টোবর শুধু সৌরভের সভাপতি পদে অভিষেক হচ্ছে না৷ প্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া সৌরভের ছেড়ে দেওয়া সিএবি-র যুগ্ম সচিব পদে বসবেন৷আগামী পনেরো অক্টোবর স্পেশাল জেনারেল মিটিংয়ে এই ঘোষণা হতে চলেছে৷
আগে ঠিক ছিল, ১৪ অক্টোবর এই সভা ডেকে সৌরভকে প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে। কিন্ত বাংলার নতুন স্পনসরদের অনুরোধে এক দিন পিছিয়ে দেওয়া হল সেই অনুষ্ঠান। ওই দিন তারা আনুষ্ঠানিক ভাবে টিমের সঙ্গে স্পনসরশিপের চুক্তি ঘোষণা করবে। বাংলার পুরো সিনিয়র দলকে ডেকেই এই ঘোষণা করতে চায় স্পনসররা। তাই সৌরভের অভিষেক বেশ জমজমাট হবে বলেই মনে করছেন ক্রিকেট মহল৷