1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

রাজশাহীর জয়, বরিশাল-সিলেট ম্যাচ ড্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ১৩১ Time View

ওয়ালটন এলইডি টিভি ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড শেষ asduafsghjdl;]'হয়েছে। লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল-সিলেটের ম্যাচটি ড্র হয়েছে।

চট্টগ্রামের বিপক্ষে তৃতীয় দিন শেষেই জয়ের দ্বারপ্রান্তে ছিল রাজশাহী। জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে জয়টা সহজ হয়ে যায় তাদের। ৩ উইকেটে ২৬০ রান তুলে ম্যাচ জিতে যায় রাজশাহী। ১৯৩ রানে থামে জুনায়েদ-নাজমুল শান্তর ওপেনিং জুটি। শান্ত ৯২ রানে জুবায়েরের শিকার হন। জুনায়েদ ১০২ রান (১২ চার, ১ ছয়) করেন। সাব্বির রহমান ৪৯ রানে অপরাজিত ছিলেন। চট্টগ্রামের জুবায়ের নেন ৩ উইকেট। রাজশাহীর অধিনায়ক জুনায়েদ ম্যাচ সেরা হন।

খুলনায় আগের দিনের ৭ উইকেটে ৩৬৩ রান নিয়ে খেলতে নেমে বেশিদূর এগুতে পারেনি সিলেট। ৪০০ রানে তাদের প্রথম ইনিংস থেমেছে। রাজিন সালেহ ৮৯ রানে অপরাজিত ছিলেন। বরিশালের সোহাগ গাজী ৪টি, মোসাদ্দেক-মনির ২টি করে উইকেট নেন। ১২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বরিশাল অবশ্য বিপদেই পড়ে গিয়েছিল। দিনের খেলা শেষ হওয়ার আগে ১৪৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছিল দলটি।

দুই অংকের ঘর স্পর্শ করেছেন মাত্র তিন ব্যাটসম্যান। ফজলে মাহমুদ ৪৭, মোসাদ্দেক ৬১, সালমান অপরাজিত ১৫ রান করেন। সিলেটের অলক কাপালি, আবু জায়েদ রাহী, রাহাতুল ২টি করে উইকেট নেন। দিনের খেলার সময় শেষ হয়ে যাওয়ায় ড্র মেনে নেয় দুদল। ডাবল সেঞ্চুরিয়ান মোসাদ্দেক ম্যাচ সেরা হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ