বিশ্ব ক্রিকেটে একটি বিতর্কিত নাম শ্রীনিবাসন। ক্রিকেটের এই খলনায়ককে সরিয়ে এবার
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আসিসি) সভাপতি হতে চলেছেন ক্রিকেট ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়! অবাক হওয়ার মতই খবর। তবে আজ রবিবার এমনই খবর প্রচার করেছে কলকাতার একটা জনপ্রিয় অনলাইন।
জগমোহন ডালমিয়ার মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে শশাঙ্ক মনোহরের নাম ঘোষণা হওয়ার কথা রয়েছে। এরপরেই শুরু যাবে বিভিন্ন অঙ্ক৷ গুঞ্জন চলছে আইসিসি চেয়ারম্যানের পদ থেকে শ্রীনিবাসনকে সরিয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠবেন মনোহরা৷ তাই এটা অনেকটাই নিশ্চিত যে, এসজিএমে শশাঙ্ক বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পরে শ্রীনিকে আইসিসি-র চেয়ারম্যান পদে রাখা হচ্ছে না।
স্বাভাবিকভাবেই খোঁজ পড়েছে নতুন চেয়ারম্যানের। আর এ পদে বোর্ড কর্তাদের নামের তালিকায় সবচেয়ে পছন্দের নামটি সৌরভ গাঙ্গুলী। সৌরভদের চেষ্টাতেই বিসিসিআইয়ের সভাপতির আসনে বসতে চলেছেন শশাঙ্ক। তাই ক্রিকেটের দাদার সঙ্গে নতুন সভাপতির আসনে বসতে যাওয়া মনোহরের সম্পর্কটাও তাই আমে-দুধে। তাই শশাঙ্কও চান আসিসির চেয়ারম্যান পদে সৌরভই বসুক। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।
নিয়ম অনুয়ায়ী যদি বোর্ডের পরবর্তী বার্ষিক সাধারণ সভায় শ্রীনির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ভোটাভুটি করা হয়৷ওই ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটার যদি শ্রীনির আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে থাকার ক্ষেত্রে আপত্তি জানায় তাহলে সৌরভের দরজা খুলে যাবে৷ এখন দেখার শশাঙ্কদের এই চাল কতটা খাটে৷