ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে লিওনেল মেসি। সেই ধাক্কা সামলে গত
সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে কোনো রকমে জয় পেয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে শনিবার রাতে শেষ রক্ষা হয়নি গত মৌসুমে ট্রেবলজয়ী দলটির। স্প্যানিশ লা লিগা ফুটবলে সেভিয়ার কাছে এ রাতে ২-১ গোলে হেরেছে মেসিবিহীন বার্সেলোনা।
ঘরের মাঠে প্রথমার্ধে বেশ রক্ষণাত্মক খেলে সেভিয়া। ফলে জালের নাগাল পায়নি বার্সেলোনা। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক পন্থা ছেড়ে আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন স্বাগতিকরা। সে যাত্রায় বেশ সফলও হন তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৫২ মিনিটে লিড নেয় সেভিয়া। গোলটি করেন মাইকেল ক্রোন দেহলি (১-০)। তাকে গোলে সহায়তা করেন কেভিন গামেইরো।
৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ভিসেন্তে ইবোরা। তাকে গোলে সহায়তা করেন দেহলি। তার বাড়িয়ে দেওয়া বল দারুণ হেডে জালে জড়ান ইবোরা (২-০)। ৭৩ মিনিটে ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন সেভিয়ার বেনোইত। রেফারি তাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল আদায় করে নেন নেইমার।
বাকি সময়ে সেভিয়াও তার গোলের ব্যবধান বাড়াতে পারেনি। আর বার্সেলোনাও পারেনি ব্যবধান কমাতে। ফলে মেসিবিহীন বার্সা প্রথম হারের স্বাদ পায়। চলতি লিগে এটা তাদের দ্বিতীয় হার। অবশ্য বার্সেলোনা ২৮টি দারুণ শট নেয়। যার মধ্যে নয়টি শট ছিল গোলে। কিন্তু একটি শটেও জাল কাঁপাতে পারেননি সুয়ারেজ-নেইমাররা। এ হারের ফলে সাত ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছেন কাতালানরা।