ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। সেই খেলায় পিছিয়ে পড়েও অতিথি নিউক্যাসল
ইউনাইটেডকে ৬-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর দলের এমন বড় জয়ে একাই ৫ গোল করেছেন ম্যানসিটির আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। হ্যাটট্রিকসহ গোল ৫টি তিনি করেছেন মাত্র ২০ মিনিটে!
শনিবার চেনা মাঠে বেশ আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামে ম্যানসিটি। তবে ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিটের মাথায় নিউক্যাসলের মিত্রভিক গোল করে স্বাগতিকদের আত্মবিশ্বাসে দাগ কাটেন। তবে এই গোলের শোধ দিতে ভক্তদের ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষায় রেখেছে ম্যানসিটি। ম্যাচের ৪২ মিনিটে ফের্নান্দিনহোর সহায়তায় গোল করে ইতিহাদের গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তোলেন সার্জিও অ্যাগুয়েরো। আর প্রথমার্ধে ১-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিশ্রাম শেষ মাঠে ফিরে শুরু হয় অ্যাগুরোর আসল চমক। দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল করে দলকে প্রতিপক্ষের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যান তিনি। ম্যাচের ৪৯ মিনিটেই সিটিজেনদের ব্যবধান ২-১ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এর ঠিক এক মিনিট পরেই দারুণ হ্যাটট্রিকে দলকে ৩-১ ব্যবধানে পেছে দেন অ্যাগুয়েরো।
ম্যাচের ৫৬ মিনিটে ম্যানসিটিকে ৪-১ গোলে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। এরপর ম্যাচের ৬০ এবং ৬২ মিনিটে আরো দুটি গোল করে সিটিজেনদের ব্যবধান ৬-১ করেন অ্যাগুয়েরো। শেষপর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় ব্যবধানের এ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এ জয়ে ৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল।