ক্লাবের হয়ে সর্বাধিক গোল করায় সিআর সেভেন-কে সংবর্ধিত করল রিয়াল মাদ্রিদ ৷ গত
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিরুদ্ধে জোড়া গোল করে ক্লাবের ইতিহাসে সর্বাধিক রাহুল গঞ্জালেসের ৩২৩ গোল টপকে যান ক্রিশ্চিয়ানো রোনালদো৷ একই সঙ্গে কেরিয়ারে ৫০১টি গোলের নজির গড়েন সিআর সেভেন।
ঐ শুক্রবার রোনালদোকে সংবর্ধনা দিলেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ৷ উপস্থিত ছিলেন রোনালদোর পরিবারের সদস্য এবং সতীর্থরা৷ সিআর সেভেনের হাতে রুপোর তৈরি বুট এবং বল তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট ৷ তার ভাষণে রোনালদোকে কিংবদন্তি অ্যাখ্যা দেন রিয়াল প্রেসিডেন্ট৷ অনুষ্ঠানে সিআর সেভেনের সাফল্যের উপর একটি ভিডিও প্রকাশ করা হয় ক্লাবের পক্ষ থেকে৷ এ নিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ৭ মরশুম খেলছেন পর্তুগীজ স্ট্রাইকার৷ ক্লাবকে ৭টি খেতাব দিয়েছেন সিআর সেভেন ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনালদোর মা এবং জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনালদো৷