সিরিয়ায় রুশ বিমান হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 
তিনি বলেছেন, যে সকল লক্ষ্যবস্তুতে রুশ বিমান হামলা চলছে তার ফলে ইসলামিক স্টেট আরও বেশি শক্তিশালী হবে। তাই, রুশ আক্রমণের ধরণ পাল্টানোর তাগিদ দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ওবামা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত ক’দিন আগে বৈঠকের সময় তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে, ইসলামিক স্টেট এবং ‘মডারেট অপজিশান’ বা যারা উগ্রপন্থী নয় এ রকম বিরোধীদের মধ্যে পার্থক্যটা পুতিন আলাদা করতে পারেন না।
তিনি আরও দাবি করেছেন যে, তিনি মস্কোর সঙ্গে কাজ করতে প্রস্তুত ছিলেন।
কিন্তু, রাশিয়া এখন যে সমস্ত লক্ষ্য বস্তুতে বিমান হামলা করছে তার যদি কোনো পরিবর্তন না করে তাহলে ব্যাপারটা রাশিয়ার জন্য খুব একটা ভালো হবে না বলেও সতর্কতা দিয়েছেন তিনি।
আমেরিকা চাইছে, রুশ বাহিনী যেনো শুধু ইসলামিক স্টেট-এর উপরে আক্রমণ চালায়। কিন্তু তাদের অভিযোগ এটি না করে রাশিয়া ইসলামিক স্টেটসহ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী, অন্য আরও যত গোষ্ঠী আছে তাদের সবার উপরেই হামলা চালাচ্ছে।