1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

সরে দাঁড়ালেন জিকো

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩১ Time View

ফিফা সভাপতি পদে প্রার্থী হবার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সড়ে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী জিকো। এই পদে লড়াইয়ের জন্য যথাযথ সমর্থন পাওয়া অসম্ভব দাবি জানিয়ে জিকো এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।image_139084_0

ফিফার পরবর্তী সভাপতি পদে সেপ ব্লাটারের উত্তরসূরী হিসেবে প্রার্থিতা ঘোষণা জন্য একজন প্রার্থীকে কমপক্ষে পাঁচজনের সমর্থনের প্রয়োজন হয়। ভারতীয় সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি এফসি গোয়ার প্রধান কোচ হিসেবে জিকো বর্তমানে নিয়োজিত রয়েছেন। সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা দেবার পরে তার পক্ষে কেবলমাত্র ব্রাজিলের সমর্থনের আশ্বাস মিলেছে

আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রার্থিতা ঘোষণা চূড়ান্ত দিন বেঁধে দিয়েছে ফিফা। এ সম্পর্কে জিকো বলেছেন, এটা মোটেই সম্ভব নয়। হতে পারে সবকিছু ঠিক থাকলে পরবর্তী নির্বাচনে হয়তো আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে একজন প্রার্থীর পাঁচজনের মনোনয়নের প্রয়োজন হয়। এটা সত্যিকার অর্থেই বাজে একটি আইন। একজন প্রার্থীর পক্ষে সবসময় এই মনোনয়ন পাওয়া কষ্টকর। এর পরিবর্তন জরুরি।

১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬ সালে ব্রাজিলকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ৬২ বছর বয়সী জিকো জুরিখ থেকে সরাসরি ভারতের মুম্বাইয়ে এসেছেন। জুরিখে তিনি ফিফার কার্যনির্বাহী কমিটির বৈঠকে ব্লাটারসহ অন্যান্য সদস্যদের সাথে এ ব্যপারে আলোচনা করেছেন। এই সময় তিনি নির্বাচন নিয়ে ফিফার আইন আরো শিথিল করার জন্য ব্লাটারের কাছে অনুরোধ জানান। জিকো আশা করেছিলেন যেসব দেশে তিনি অতীতে কাজ করেছেন অন্তত তাদের কাছ থেকে তিনি সমর্থন পাবেন। বিশেষ করে তুরস্ক ও জাপান পছন্দের তালিকায় শীর্ষে ছিল। কিন্তু দেশ দুটির সাথে ইতিবাচক আলোচনা হলেও শেষ পর্যন্ত তারা সরাসরি সমর্থনের ব্যপারে অস্বীকৃতি জানায়। ধারণা করা হচ্ছে ইউয়েফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের সমর্থন ইউয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে দিয়েছে বলেই এই দুটি কনফেডারেশন থেকে সমর্থন আদায় করতে পারেননি জিকো।- সংবাদসংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ