1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

আরো ৬টি প্রকল্পের অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১১৪ Time View

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মোট ৮ হাজার ৮২৫ কোটি টাকা আরো ৬টি প্রকল্পের asdaysd[asঅনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৪টি নতুন ও ২টি সংশোধিত প্রকল্প। এ প্রকল্পগুলোতে প্রস্তাবিত মোট বাজেটের মধ্যে বাংলাদেশ সরকার সরবরাহ করবে ৬ হাজার ৩১৪ কোটি টাকা এবং বাকি ২ হাজার ৫১১ কোটি টাকা পাওয়া যাবে উন্নয়ন সহযোগী ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে।
রাজধানীর শেরেবাংলা নগরে গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর এক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
পাস হওয়া প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজেট থাকবে ‘কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশে ১০০ ফুট খনন ও উন্নয়ন’ প্রকল্পে, যার বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৩০ কোটি টাকা।
পাস হওয়া প্রকল্পগুলোর মধ্যে একটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন গ্যাসভিত্তিক একটি বিদ্যুৎকন্দ্র নির্মাণ, যেটার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৩১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিডেট (এপিএসসিএল)।
অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ৩৫ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কক্সবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ’, ৮০ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন’, ৪৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ‘নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ’ এবং ২০৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ‘কক্সবাজার-টেকনাফ-মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্প’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ