1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

রবার্ট লেভানডফস্কির ৯ মিনিটে ৫ গোলের অবিশ্বাস্য রেকর্ড!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৭ Time View

১ ম্যাচে ৫ গোল করা অসম্ভব কিছু নয়। সম্প্রতি লা লিগার ম্যাচেই তা করে দেখিয়েছেন as87dausdasক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসিরও এমন কীর্তি রয়েছে। তবে ৯ মিনিটের মধ্যেই ৫ গোল করা কী সম্ভব? অবিশ্বাস্য হলেও বুন্দেসলিগায় এমন বিধ্বংসী রুপ ধারণ করেন পোলিস স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। ৪ মিনিটেই করেন হ্যাটট্রিক।
বদলি হিসেবে নামা লেভানডফস্কির ‘তাণ্ডবে’ দ্বিতীয়ার্ধের শুরুতেই উলফসবার্গকে ৫-১ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন মিউনিখ। অবশ্য, অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। ২৬ মিনিটে জার্মান মিডফিল্ডার ড্যানিয়েল কালিগিউরির গোলে লিড নেয় উলফসবার্গ।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান লেভানডফস্কি। পরের মিনিটেই ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তার পাসে জোড়া গোল পূরণ করেন। ২ মিনিট পরই হ্যাটট্রিক আদায় করে নেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার। ৫৭ ও ৬০ মিনিটে আরও ২ গোল করে অবশেষে ক্ষ্যান্ত হন লেভানডফস্কি।
অসাধারন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও ফিরে পেল বায়ার্ন। এখন পর্যন্ত ৬ ম্যাচের সবকটিতেই শতভাগ সাফল্য বাভারিয়ানদের। অপরদিকে, বুরুশিয়া ডর্টমুন্ডেরও জয়রথ ছুটছে। ৫ ম্যাচেই জয় পায় ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা। আজ বুধবারের ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেই বায়ার্নকে হটিয়ে পুনরায় শীর্ষে উঠবে বুরুশিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ