1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

জঙ্গি প্রবেশ ঠেকাতে সুড়ঙ্গে পানি ঢালছে মিসর

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১০২ Time View

মিসরের সেনাবাহিনী গাজার সীমান্তে সুড়ঙ্গ গুলো দিয়ে যাতে কোন জঙ্গি বা চোরাকারবারি প্রবেশ asduasdaকরতে না পারে সে জন্য পানি ঢেলে সেগুলো বন্ধ করে দিচ্ছে। সুড়ঙ্গগুলো বন্ধ করার জন্য মিসরের এটাই সাম্প্রতিক পদক্ষেপ। জঙ্গি দমনের অংশ হিসেবেই তারা এই কাজটি করছে।
এক সপ্তাহ ধরে সুড়ঙ্গগুলোতে আরও বিস্তর এলাকাজুড়ে খননের কাজ চলছে। মিসরের কর্তৃপক্ষ বলছে সেখানে তারা মাছের খামার করবে। এ কাজের জন্য সীমান্ত অঞ্চলে কয়েকশ’ বাড়িঘর ভেঙ্গে ফেলেছে এবং সেখান থেকে মানুষজনকে সরিয়ে এনেছে সেনাবাহিনী।
এর আগে শত শত সুড়ঙ্গ যেগুলো ছিল সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে। কিন্তু এরপরেই অনেক গুলো দিয়ে যাতায়াত করা হচ্ছিল এবং অন্যগুলোও পুনর্নির্মাণ করা হচ্ছে।
এই সুড়ঙ্গ যেটা সিনাই উপত্যকায় রয়েছে সেটা গাজার অর্থনীতিতে ব্যাপক প্রভাব রয়েছে। ২০০৭ সালে মিশর ও ইসরায়েল ঐ এলাকার ওপর অবরোধ আরোপ করে।
এদিকে হামাস অভিযোগ করছে মিসর ইসরায়েলের সাথে হাত মিলিয়ে গাজাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।
২০১৩ সালে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর বিশেষ করে সিনাই উপত্যকায় অসংখ্য মিসরীয় সৈন্য এ বেসামরিক মানুষ সংঘর্ষে মারা গেছে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ