1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

গ্রীসের সাধারণ নির্বাচনে বামপন্থী সিরিজা পার্টির জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১০৪ Time View

গ্রীসের সাধারণ নির্বাচনে জয় পেয়ে আবারও ক্ষমতায় ফিরে এসেছে অ্যালেক্সি সিপ্রাসের নেতৃত্বাধীনasudasda বামপন্থী সিরিজা পার্টি। তবে সংসদে নেতৃত্ব দেয়ার মতন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও অ্যালেক্সি সিপ্রাসের দলের এগিয়ে থাকার খবর নিশ্চিত হওয়ার পর থেকেই এথেন্সের রাস্তায় জনতার উল্লাস।
প্রায় সব ভোট গণনা শেষে দেখা যায়, সংসদে একক আধিপত্য করার মত প্রয়োজনীয় ভোট পায়নি কোনো দলই। ফলে গ্রীসের সামনে এখন কোয়ালিশন সরকারই একমাত্র উপায়। অ্যালেক্সি সিপ্রাস’র সিরিজা পার্টি এরই মধ্যে ডানপন্থী ইন্ডিপেনডেন্ট গ্রীকস’র সাথে কোয়ালিশন সরকার গঠন করার ঘোষণা দিয়েছে। এদিকে সিপ্রাস এই বিজয়কে ‘জনতার জয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। জনতা কি বলছে?
এথেন্সের রাস্তায় মার্গারিটা নামে একজন বলেন, ‘আমি ভীষণ চাপের মাঝে রয়েছি। কারণ আমি বেকার। কিন্তু আমি জানি যে, সিপ্রাস এবং তার দল আমার মতো মানুষদে জন্য কিছু করবে। এখন আমি কিছু প্রত্যাশা করতে পারি বলে মনে হচ্ছে।’
কোস্টাস পাপাজিয়ানোপোলাস নামে আরেকজন গ্রীক নাগরিক বলছেন, ‘একটিমাত্র রাজনৈতিক দলই আছে যার কাছ থেকে কিছু আশা করতে পারি। আর সেটি হচ্ছে সিরিজা পার্টি।’
তীব্র অর্থনৈতিক সংকটে থাকা গ্রীসের জনগণ গত ৫ বছরে ৫ম বারের মতো সাধারণ নির্বাচনে ভোট দিল। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ