1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

অ্যান্ডি মারের দাপটে ডেভিসের ফাইনালে ব্রিটেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১১৩ Time View

টানা ৩৭ বছর পর অ্যান্ডি মারের দাপটে ডেভিস কাপের ফাইনালে গ্রেট ব্রিটেন। ১৯৭৮-এর পরasyudjask আবারও ডেভিস ফাইনাল খেলবে মারে অ্যান্ড কোং ৷ গতকাল রবিবার গ্লাসগোর এমিরেটস এরিনায় ওয়ার্ল্ড গ্রুপের সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বার্নাড টমিচকে ধরাশায়ী করেন মারে ৷ মারের পক্ষে ফল ৭-৫, ৬-৩, ৬-২৷
ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রিটেন ৷ আর্জেন্টিনাকে হারিয়ে ১১১ বছর পর এই ১ম ফাইনাল খেলবে বেলজিয়াম ৷ এদিন শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন বিশ্বের ৩ নম্বর মারে ৷ ২ ঘণ্টার লড়াইয়ে দেশকে ফাইনালে নিয়ে যান মারে ৷ টানা ৩ দিনের লড়াইয়ে সিঙ্গলস রাবারে বেস্ট অফ ফাইভেরল টাই জেতেন মারে৷ ম্যাচের পর মারে বলছেন, ‘দেশের জন্য জেতার মজা সবসময়ই আলাদা ৷ প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত দর্শকদের সমর্থন ছিল তারিফ করার মতো ৷ সত্যি বলতে আমার সারা সপ্তাহটা ভালো যায়নি ৷ চোটে জর্জরিত ছিলাম ৷ কিন্তু সব ভুলেই ম্যাচে নেমেছিলাম ৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ