এবারের চ্যাম্পিয়ন্স লীগ মিশন শেষ করে আজ শনিবার ঘরোয়া লীগে আর্সেনালের মুখোমুখি হতে
যাচ্ছে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। ইউরো লড়াইয়ে যাবার আগে গত সপ্তাহের শেষভাগে স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মত শীর্ষ চারে পৌঁছেছিল আর্সেনাল। তবে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ৩-১ গোলে হার মানে এভারটনের কাছে। এটি ছিল মৌসুমের চার ম্যাচে চেলসির তৃতীয় হার। ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান রচনা করে তালিকার ১৭তম অবস্থানে রয়েছে দলটি।এদিকে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে চেলসি বুধবার ম্যাকাবি তেল আবিবকে ৪-০ গোলে হারালেও আর্সেনাল দুর্ভাগ্যজনকভাবে ২-১ গোলে হেরে গেছে ডায়নামো জাগরেবের কাছে।
স্টামফোর্ড ব্রিজে তেলআবিবের বিপক্ষে জয়ের পর চেলসি টিভিকে দেয়া সাক্ষাৎকারে কোচ হোসে মরিনহো বলেছেন, আমরা ভিন্ন একটি অনুভুতি নিয়ে এসেছি। আর ভিন্ন একটি আমেজ নিয়ে আমরা জেগে ওঠেছি। তিনি বলেন, শনিবার আমাদের জন্য একটি বড় ম্যাচ অপেক্ষা করছে। যেখানে লড়াই করবে একটি জোড়ালো প্রতিপক্ষ। (ওই ম্যাচে) ওই ফলটি আমাদের অপেক্ষাকৃত ভাল অবস্থানে রাখবে।’ ম্যাচটি সাইডলাইন থেকে উপভোগ করেছিলেন অধিনায়ক জন টেরি, বার্নিস্লাব ইভানোভিচ ও নেমেনজা মেটিক। তবে সুযোগ পেলে শনিবারই তারা একাদশে ফিরতে চান।
অন্যদিকে চ্যাম্পিয়ন্সলীগে গ্রুপ পর্বের ম্যাচে জয় পাওয়াটি যদি চেলসির গভীরতা প্রকাশ পায় তাহলে আর্সেনালের ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামাটা হবে কোচ আর্সেন ওয়েঙ্গারের জন্য বিশাল ব্যর্থতা। এর সঙ্গে যুক্ত হয় এলেক্স অক্সলাডে চেম্বারলিনের আত্মঘাতি গোল ও অলিভার গিরুদের লাল কার্ড নিয়ে মাঠ ছড়ার ঘটনা।
ক্রোয়েশিয়ার মাকসিমার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাইড বেঞ্চ থেকে বদলী হিসেবে মাঠে নেমে আর্সেনালের হয়ে একমাত্র গোলদাতা থিও ওয়ালকট বলেন, এখনই আমাদের পরিবর্তনের সময়। কারণ সপ্তাহের শেষভাগে আমাদের জন্য অপেক্ষা করছে একটি বড় ম্যাচ। সবাই বেশ হতাশ। ওয়ালকটের প্রত্যাশা ক্রোয়েশীয় রাজধানীতে দেয়া গোলটি তাকে একাদশে ফিরিয়ে আনতে সহায়তা করবে।