পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে শাখতার দোনেস্তাকের বিপক্ষে ৪-০ গোলের
সহজ জয় দিয়ে চ্যাম্পিয়নস লীগের মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। একইসাথে লিয়নেল মেসিকে টপকে ইউরোপের সর্বোচ্চ আসরে শীর্ষ গোলদাতার তালিকায় নিজেকে শীর্ষে নিয়ে গেছেন সিআর সেভেন।
চারদিনের মধ্যে এটি ছিল রোনাল্ডোর দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে লা লিগায় এস্পানেয়লের বিপক্ষে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। ফ্রেঞ্চম্যান করিম বেনজেমার গোলে স্বাগতিকরা এগিয়ে যাবার পরে দ্বিতীয়ার্ধে তিন গোল করেন রোনাল্ডো। এর মধ্যে পেনাল্টি থেকে পরপর দুটি গোল করার পরে হাটট্রিক পূর্ণ করেন। মেসির থেকে তিন গোল এগিয়ে ৮০ গোল নিয়ে এখন শীর্ষ গোলদাতার তালিকায় শ্রেষ্ঠত্ব অর্জণ করলেন এই তারকা উইঙ্গার।
ম্যাচ শেষে রোনাল্ডো বলেছেন, ‘আমি দারুন খুশী। যে ধরনের আত্মবিশ্বাস সতীর্থরা আমাকে দিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে প্রাক মৌসুম ততটা গুরুত্বপূর্ণ নয়। এর থেকে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগে ভালভাবে শুরু করাটা জরুরী। ড্র দিয়ে লা লিগা শুরু করেছিল রিয়াল, কিন্তু তারপর থেকে সবকিছুই ভাল যাচ্ছে। বিশেষ করে ধারাবাহিকতাটা বজায় আছে।’
শাখতারের গোলরক্ষক আন্দ্রি পিটোভের মারাত্বক ভুলের সুযোগে ৩০ মিনিটেই বেনজেমা গোল করে রিয়ালকে এগিয়ে দেন। মিডফিল্ডার টারাস স্টিপানেকো বিরতির পাঁচ মিনিট পরে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ত্যাগ করলে বাকি সময়টা শাখতারকে ১০জন নিয়েই রিয়ালের মোকাবেলা করতে হয়েছে। রেফারীর এই সিদ্ধান্তে অবশ্য মোটেই সন্তুষ্ট হতে পারেননি শাখতার কোচ মিরসিয়া লুসেকু। তবে ম্যাচের আধা ঘন্টা পরে গ্যারেথ বেলের ইনজুরি রিয়ালকে কিছুটা ভাবিয়ে তুলেছে। কাফ মাসেলের সমস্যার কারনে ৩১ মিনিটে ওয়েলসের এই তারকা মাঠ ছাড়তে বাধ্য হন। গত বছরও প্রায় একই সমস্যায় পড়েছিলেন বেল। ইনজুরির মাত্রা নির্নয়ে অন্তত দুইদিন অপেক্ষা করতে হবে বলে ম্যানেজার রাফায়েল বেনিতেজ জানিয়েছেন।
প্রায় এক বছর ধরে ইউক্রেনের রাজনৈতিক অস্থিরতার কারনে শাখতার তাদের ঘরের মাঠ দোনেস্তাকের থেকে দুরে রয়েছে। তার উপর ব্রাজিলিয়ান দুই তারকা ডগলাস কস্তা এবং লুইজ আদ্রিয়ানোকে ছেড়ে দিয়ে দলের শক্তিও অনেকটা খর্ব হয়েছে। কিন্তু তারপরেও রিয়ালকে বেশ ভালই প্রতিরোধ করেছিল ইউক্রেনের দলটি। তবে স্টিপানেকোর লাল কার্ডের পরে রিয়াল যেন ঘুড়ে দাঁড়ায়। ৩০ মিনিটে বেনজেমার গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের বাকি সময়টা স্বাগতিকরা সেই অর্থে ভাল কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি।
বিরতির পাঁচ মিনিট পরে সার্জিও রামোসকে চ্যালেঞ্জ করার দায়ে স্টিপানেকো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেলে রিয়াল কিছুটা আক্রমনাত্মক হয়ে ওঠে। এই ঘটনায় প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে রোনাল্ডো গোলের খাতা খুলেন। এরপর ৬৩ মিনিটে আরেকটি পেনাল্টি এবং পরে ৮১ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি মেসিকে টপকে রেকর্ড বইয়ে নাম লেখান রোনাল্ডো। -সংবাদসংস্থা