1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১২০ Time View

স্প্যানিশ লা লিগার মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। aspodasld'ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে জয় দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করেছে ইউরোপের সফলতম দলটি। শাখতার দোনেৎস্কের বিপক্ষে রিয়ালের ৪-০ ব্যবধানের জয়ে অন্য গোলটি করেন করিম বেনজেমা।
মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ইউক্রেনের শাখতারের বিপক্ষে প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলে রিয়াল। সেই ম্যাচে অতিথিরা রাফায়েল বেনিতেসের শিষ্যদের সঙ্গে সমান তালে লড়ার চেষ্টা করে। শাখতারের প্রতিরোধের মধ্যেও দশবারের ইউরোপ সেরার শিরোপা জেতা রিয়াল এগিয়ে যেতে পারতো চতুর্দশ মিনিটে। রোনালদোর দারুণ পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ পান বেনজেমা। কিন্তু অনেক ওপর দিয়ে মারায় ফাঁকা জালে বল পাঠাতে পারেননি তিনি।
বাছাই পর্ব পার হয়ে আসা শাখতার সমান তালে লড়াই করে ঠেকিয়ে রাখে রিয়ালকে। নিজেদের শেষ দুই ম্যাচে রিয়াল বেতিসকে ৫-০ ও এসপানিওলকে ৬-০ গোলে হারানো দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসে গ্যারেথ বেলের চোট। ৩১তম মিনিটে তার জায়গায় মাঠে নামেন মাতেও কোভাচিচ।
তার আগেই অবশ্য শাখতারের গোলরক্ষক আন্দ্রি পিয়াতভের মারাত্মক ভুলে এগিয়ে যায় রিয়াল। ইসকোর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে বেনজেমার পায়ে তুলে দেন পিয়াতভ। এবার আর কোনো ভুল করেননি বেনজেমা। ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান এই ফরাসি স্ট্রাইকার।
৪২তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ আসে লুকা মদ্রিচের সামনে। বিপজ্জনক জায়গায় বল পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি ক্রোয়েশিয়ার এই তারকা। দুই মিনিট পরই সুযোগ আসে এসপানিওলের বিপক্ষে পাঁচ গোল করা রোনালদোর সামনে। মার্সেলোর চমৎকার ক্রস শাখতারের এক খেলোয়াড়কে ফাঁকি দিয়ে চলে আসে রোনালদোর কাছে। কিন্তু বলের নিয়ন্ত্রণ নিতে না পেরে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে শাখতার। কিন্তু ৫০তম মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখে মিডফিল্ডার তারাস স্তেপানেনকো মাঠ ছাড়লে আক্রমণের ধার অনেকটাই কমে যায় তাদের। ৫৪তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় রিয়াল। রোনালদোর জোরালো শট শাখতারের এক খেলোয়াড় পিঠ দিয়ে ফেরালে পেনাল্টি দেন ইভান বেবেক । পেনাল্টি থেকে গোল করে লিওনেল মেসিকে (৭৭) ছাড়িয়ে যান রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে এই এই পর্তুগিজ তারকার ৭৮তম গোল। ৬৩তম মিনিটে আরেক বিতর্কিত সিদ্ধান্তে আবার পেনাল্টি পায় রিয়াল। এবারও গোল করতে কোনো ভুল করেননি দলের সেরা তারকা রোনালদো।

হ্যাটট্রিক পূরণ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রোনালদোকে। মার্সেলোর জোরালো শট ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান শাখতারের গোলরক্ষক। সেখান থেকে বল পেয়ে হেড করে জালে বল পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাটট্রিকের উচ্ছ্বাসে মাতেন রোনালদো। ৮৬তম মিনিটে অতিথিদের গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাননি বেনজেমা। ম্যাচের যোগ করা সময়ে গোলের সুবর্ণ সুযোগ আসে অতিথিদের সামনে। তবে কেইলর নাভাসকে ফাঁকি দিতে না পারায় সান্ত্বনা সূচক গোলটি পায়নি তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ