1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

আয়কর দিলে টাকা সাদা হয় : শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৭ Time View

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, আয়কর asdasudদিলে টাকা সাদা হয়ে যায়। আয়কর না দিলে যতই সৎ উপার্জন হোক তা কালো হিসেবে গণ্য হয়। তাই আমাদের সকলকে আয়কর দিতে হবে।
আজ মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. জাহিদ হাসানসহ অন্যরা। এছাড়া এবারের আয়কর দিবসে বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ৬ জেলায় সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ৩৫ জন সেরা কর দাতাকে সম্মাননা দেয়া হয়েছে।
এর আগে জাতীয় আয়কর দিবস উপলক্ষে ক্লাব রোডের আঞ্চলিক কার্যলয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে মেলা প্রাঙ্গণে এসে পৌঁছায়। এখানে পায়রা এবং ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠনিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রী বলেন, বিগত দিনে দক্ষিণাঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিল। তবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষিণাঞ্চলের মানুষের প্রতি সুদৃষ্টি আছে বলে আজকে দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। এতে করে এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে মানুষের আয় আরো বৃদ্ধি পাবে।
এবারের মেলায় নতুন করদাতাদের জন্য ই-টিআইএস রেজিস্ট্রেশন এবং পুরাতন করদাতাদের জন্য ই-টিআইএন রি-রেজিস্ট্রেশন করার সু-ব্যবস্থা রয়েছে। আয়কর রিটার্ন ফরম এবং সিটিজেন চার্টার সরবরাহ রয়েছে। মেলায় আয়কর রিটার্ন জমা দেয়ার ব্যবস্থা এবং তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করা হচ্ছে। মেলায় ই-পেমেন্টের মাধ্যমে আয়কর প্রদানের সুবিধা রয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণে সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধের ব্যবস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ