1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

শিশুদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১২৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার এমন বাংলাদেশ নির্মাণ করতে চায়, যেখানে প্রতিটি শিশু যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং তারা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবন পাবে।wdasdmasd

তিনি আশা করেন, আজকের শিশুরা দেশকে এগিয়ে নিতে শিক্ষায় মেধাবী, নৈতিক গুণাবলি সমৃদ্ধ এবং বিজ্ঞান-প্রযুক্তিতে আধুনিক হবে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী উপলক্ষে শনিবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এই প্রতিযোগিতার আয়োজন করে।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শেখ রেহানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে আরো বক্তব্য দেন বঙ্গবন্ধু জাদুঘরের সভাপতি শিল্পী হাশেম খান, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, মেমোরিয়াল ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা মাসুরা হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ী ১৫০ জনের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা বলেন, তার সরকার জনগণের কল্যাণে এবং বিশ্বের মাঝে একটি স্বাধীন মর্যাদা সম্পন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তার গোটা জীবন অত্যন্ত সরল জীবনযাপন করেছেন। এমনকি দেশের প্রেসিডেন্ট হয়েও কড়া নিরাপত্তায় তার সরকারি বাসভবনের পরিবর্তে তার ধানমন্ডির বাড়িতে বসবাস করেছেন। খুনিরা তার এই সরলতার সুযোগ নিয়েছে এবং নির্মমভাবে এই বাড়িতে তাকে হত্যা করেছে।

শেখ হাসিনা বলেন, তিনি এবং তার বোন জনগণের কল্যাণে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের কাজ করার জন্য ধানমন্ডির এই বাড়ি মেমোরিয়াল ট্রাস্টকে দান করেছেন।

প্রধানমন্ত্রী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং তাদের অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আশা করেন, আসছে বছরগুলোতে আরো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ