1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

ফাইনালে ফেদেরারের মুখোমুখি জোকোভিচ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩৬ Time View

যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে নোভাক জকোভিচ ও রজার ফেদেরার৷ পুরুষ সিঙ্গেলের হাড্ডাহাড্ডি ugtলড়াইয়ের পারদ এখন থেকেই চড়ছে৷ বিশ্বের ১ নম্বর জোকোভিচের সামনে ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার। সেমিফাইনালে দু’জনেই স্ট্রেট সেটে বিপক্ষকে উড়িয়ে দিয়েছেন৷
গতবারের চ্যাম্পিয়ন মারিন চিলিচকে ধরাশায়ী করে ফাইনালের টিকিট পাকা করেছেন জোকোভিচ। জোকোভিচের পক্ষে ফল ৬-০, ৬-১, ৬-২৷ এই নিয়ে টানা ৬ষ্ঠ বার ফ্লাশিং মেডোর ফাইনালে উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ। অন্যদিকে, অল সুইস সেমিতে স্ট্যান ওয়ারিঙ্কাকে হারান ফেদেরার ৷ সুইস সম্রাট ৬-৪, ৬-৩, ৬-১ ম্যাচ জিতে নেন ৷ ২০০৯-এর পর ফের যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে ফেদেরার৷ যদিও ৫ বারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন ফেদেরারের সঙ্গে জোকারের শেষ সাক্ষাত হয়েছিল উইম্বলডনে। সে ম্যাচে অবশ্য জোকোভিচ জয় পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ