1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

বার্সেলোনার সামনে অ্যাথলেটিকো মাদ্রিদ,এস্পানিয়লের মুখোমুখি রিয়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ২১৪ Time View

জাতীয় দলে খেলার কারণে প্রায় দু সপ্তাহ বন্ধ ছিল ইউরোপের ফুটবল যুদ্ধ। অবশেষে আবারো মাঠে 9uolsdগড়াচ্ছে সেই জমজমাট লড়াই। স্প্যানিশ লীগে আগামীকাল নিজ নিজ খেলায় মাঠে নামচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সার সামনে বড় দল অ্যাথলেটিকো মাদ্রিদ। আর রিয়াল সামনে পেয়েছে সহজ এস্পানিয়লকে।

কর্ষ্টাজিত জয় দিয়ে ২০১৫-১৬ মৌসুমে যাত্রা শুরু হয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার।অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারায় তারা। এমন জয়ের পরও তৃপ্তির ঢেঁকুর তুলতে পারেনি বার্সা। তবে আশা ছিলো দ্বিতীয় ম্যাচেই তৃপ্তির ঢেঁকুর নিবে মেসি-সুয়ারেজরা। কিন্তু সেটিও সম্ভব হয়নি।

নিজেদের ঘরের মাঠে মালাগার সাথেও ১-০ গোলে ম্যাচ জিতে বার্সেলোনা। তাই বার্সার পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্নের জন্ম নেয়। তবে এসবকে মোটেও আমলে নিচ্ছেন না বার্সেলোনার কোচ লুইস এনরিকে। তার মতে, ‘সমালোচনা করা সমালোচনাকারীর কাজ। আমাদের কাজ মাঠে ফুটবল খেলা।’

মাঠের ফুটবল বেশি ভাবচ্ছেন বার্সেলোনার কোচ এনরিকে। তবে কি তৃতীয় ম্যাচেই স্বরুপে দেখা যাবে বার্সেলোনাকে, এমন প্রশ্নের উত্তরে কিছুটা দ্বিধা-দ্বন্ধে এনরিকে নিজেও। কারণ তৃতীয় ম্যাচে বার্সার সামনে বড় প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। তৃতীয় ম্যাচের আগে এনরিকে বলেন, ‘দারুণ কঠিন এক ম্যাচ আমাদের সামনে। অ্যাথলেটিকো মাদ্রিদ শক্তিশালী দল। ম্যাচে সর্বোচ্চ ফল পাওয়ার আশা করছি। ভালো খেলার জন্য আমরা সবটুকুই উজার করে দিবো। প্রথম দু’ম্যাচে কি পারফরমেন্স হয়েছে সেটি নিয়ে ভাবছি না। এ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিতে চাই। জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবো আমরা।’

২০১৩-১৪ মৌসুমের শিরোপা জয় করেছিলো অ্যাথলেটিকো মাদ্রিদ। আর গত আসরে তৃতীয় স্থান পায় তারা। চলতি আসরেও দু’টি ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদও। তাই পয়েন্ট অর্জনের সেই ধারাটা বজায় রাখতে চাইছে তারাও। তেমনটা জানালেন অ্যাথলেটিকোর কোচ আর্জেন্টাইন দিয়াগো সিমিয়োনে, ‘প্রথম দু’ম্যাচে ভালো খেলেছে দল। ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট। তবে আরও ভালো খেলা সম্ভব। বার্সেলোনার বিপক্ষে সেটিই করে দেখাবো আমরা।’

বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচের দিন মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তবে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না রিয়ালকে। কারণ তাদের সামনে সহজ প্রতিপক্ষ এস্পানিয়ল। তাই সহজ জয়ের প্রত্যাশা রিয়াল কোচ রাফায়েল বেনিতেজের, ‘এ ম্যাচে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। আগের ম্যাচের মত বড় জয়ের স্বাদই পেতে চাই আমরা। কাজটা সহজ করতে হবে ফরোয়ার্ডদের। এস্পানিয়ল ছোট দল হলেও, তাদের বড় প্রতিপক্ষের মতই ভাবছি আমরা। দিনটি ভালো হলে কোন প্রতিপক্ষই রুখতে পারবে না আমাদেরকে।’

দিন খারাপ হলে যে, পয়েন্ট খুয়াতে হয় তাও বেশ ভালো জানে রিয়াল। কারণ এই মৌসুমে লা-লীগায় উঠে আসা নতুন ক্লাব স্পোটিং গিজনের সাথে গোলশূন্য ড্র করে চলতি আসর শুরু করেছিলো রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে পুরোপুরিই ব্যর্থ ছিলো রিয়াল।

অবশ্য পরের ম্যাচে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় রিয়াল। জেমস রদ্রিগেজ ও গ্যারেথ বেলের জোড়া গোলে ৫-০ গোলে রিয়াল বেটিসকে উড়িয়ে দিয়েছে তারা। তাই ঐ ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতা এস্পানিয়লের সাথে কাজে লাগাতে পারলে বড় জয়ের স্বাদ পেতেই পারে রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ