1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

জাতীয় লিগ খেলবেন পলাতক শাহাদাত!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬০ Time View

গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের মামলায় ফেরারী আসামি এখন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব। বেশ কিছুদিন নীরব থাকার পর বুধবার থেকে শাহাদাতের বিষয়ে তৎপর হয়ে উঠেছে তার পরিবার। বুধবারের পর বৃহস্পতিবারও শাহাদাতের বাবা, মা বিসিবিতে এসেছিলেন। নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে দেখা করতে আসলেও ব্যর্থ হয়েছেন তারা।image_137922_0

এর আগে বুধবার বাসায় দেখা করতে গিয়েও তারা সাক্ষাত পাননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। শাহাদাতের জঘন্য কর্মের কারণে নারায়ণগঞ্জের ভুইগড় থেকে প্রতিদিনই এমন যাতায়াত করতে হচ্ছে মহিউদ্দিন আহমেদ ও মনোয়ারা বেগমকে। বৃহস্পতিবার বিসিবিতে সাংবাদিকদের সঙ্গেও তারা কথা বলেছেন। তাদের দাবি শাহাদাত নির্দোষ ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে

তারা সাংবাদিকদের বলেছেন, “আমার ছেলে নির্দোষ। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সাংবাদিক পরিচয়ে এক লোক শাহাদাতের কাছে একলক্ষ টাকা দাবি করেছে। তা না হলে ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছে।” তারা বলছেন, পুলিশই নাকি হ্যাপিকে মারধর করে এমন হতশ্রী চেহারা বানিয়েছে।

এদিকে বিসিবি এখনও নিজেদের অবস্থানেই রয়েছে। শাহাদাতের বিষয়ে বিসিবি কোনো ধরনের পক্ষই নিচ্ছে না। বৃহস্পতিবার বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল সাংবাদিকদের বলেছেন, “এখানে বিসিবির কিছু করার নেই। বিসিবি তো এই বিষয়টার সঙ্গে জড়িত নয়। এটা সিভিলিয়ান একটা ব্যাপার। আইন আছে, তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

৬ সেপ্টেম্বর ঘটনার পর থেকে এখনও পালিয়ে বেড়াচ্ছেন শাহাদাত। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। তবে কি জাতীয় লিগ খেলবেন শাহাদাত? শেখ সোহেল জানালেন, জাতীয় লিগ খেলতে পারবেন এই ক্রিকেটার। তিনি বলেন, “আমার মনেহয় অবশ্যই খেলতে পারবে। কারণ তার তো ক্রিকেট বা খেলার ক্ষেত্রে এমন কোনো আচরণ হয়নি। এটা আলাদা এবং তার ব্যক্তিগত ব্যাপার। এটার সাথে ক্রিকেটের কোনো সংযুক্ত নেই।”

কিন্তু খেলার সময় মাঠে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যেতে পারে। তখন কি হবে? শেখ সোহেল বলেন, “এখনো তো তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি। ওয়ারেন্ট হওয়ার পর তখন একটা কিছু দেখা যাবে। ওয়ারেন্ট হোক, আইন কি বলে। যদি ওয়ারেন্ট হয় তখন বোর্ড আছে, ডিসিপ্লিন আছে কিছু একটা করা যাবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ