মারিও বালোতেলির সেই উগ্র মেজাজ আর নেই ৷ নেই সেই হামবড়িয়া ভাব ৷মিলানে ফের যোগ দিয়ে একবারে সুবোধ বালক হয়ে গিয়েছে তিনি ৷বালোতেলি নাকি একেবারে পাল্টে গিয়েছেন! এমন দাবি করেছেন এসি মিলানের অধিনায়ক জাপাতা৷
কী বলছেন মিলান অধিনায়ক ? জাপাতা বলেছেন,‘ বালোতেলি একেবারে পাল্টে গিয়েছেন ৷কয়েকদিন ধরে আমি ওকে লক্ষ্য করছি ৷ অনুশীলনে অনেক পরিশ্রম করছেন বালোতেলি৷ দলের সঙ্গে একাত্মভাবে মিশে গিয়েছেন৷ দলের একজন সদস্য হিসেবে কাজ করার চেষ্টা করছেন তিনি৷’ রবিবার মিলান ডার্বি ৷ ইন্টার মিলানের বিরুদ্ধে ডার্বি ম্যাচ খেলবে মিলান ৷ওই ম্যাচে বালোতেলি নিজের জাত চেনাবেন বলে মনে করছেন মিলান অধিনায়ক ৷ দেখা যাক একেবারে পাল্টে যাওয়া ‘সুবোধ বালক’ বালোতেলি কী করতে পারেন ডার্বিতে৷- ওয়েবসাইট