বাম পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার গোলরক্ষক ক্লডিও ব্র্যাভো। তার এজেন্ট ক্রিস্টিয়ান ওগলাডে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল চিলির জাতীয় দলের এই গোলরক্ষক হয়তো বা শুধু অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শনিবারের লা লিগা ম্যাচটিতে অংশ নিতে পারবেন না। কিন্তু পরে তার ইনজুরির মাত্রা নির্ণয় করে দেখা গেছে আরো বেশ কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হবে। তবে ব্র্র্যাভো নিজে বিশ্বাস করেন, এক সপ্তাহের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন। কিন্তু ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আরো বড় বিপদ এড়ানোর জন্য তাকে অবশ্যই পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।