গণপরিবহণের ভাড়া বাড়িয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আগামী ১ অক্টোবর বাসভাড়া এবং ১ নভেম্বর সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হবে।
বাসভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা করা হয়েছে। একই ১০ পয়সা বাড়িয়ে মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে এক টাকা ৬০ পয়সা। তবে সর্বনিম্ন বাসভাড়া পাঁচ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে।
সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটার ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার গণপরিবহণের ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক এসব নির্ধারণ করা হয়। আন্তঃমন্ত্রণালয় কমিটির এই বৈঠক শেষে এসব তথ্য জানান পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।