মধ্যপ্রাচ্যের বেশকটি দেশে অস্বাভাবিক বালুঝড় হচ্ছে বলে খবর আসছে। বালুঝড়ে বেশ
কয়েকজনের মৃত্যু হয়েছে। সিরিয়া, লেবানন, ইসরাইল ও সাইপ্রাস বেশি আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে দেশগুলোর আকাশজুড়ে অস্বাভাবিক মাত্রায় সূক্ষ্ম ধূলিকণার মেঘ। তবে তাতে বালু নয়, এক ধরনের সাদা বস্তু রয়েছে। এতে ঐ অঞ্চল শত শত মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিয়েছে।
কর্মকর্তারা মানুষজনকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। তবে ক্যাম্পে থাকা সিরিয় শরণার্থীরা বেশ সমস্যা পড়েছেন। এই বালুঝড় আরও একদিন থাকবে বলে আবহাওয়া কর্মকর্তার জানাচ্ছেন। সূত্র : বিবিসি বাংলা