জাপানে ভারী বৃষ্টিতে নদীগুলোর পানি ফুঁসে উঠে বন্যা দেখা দিয়েছে। এর প্রভাবে ভূমিধসে একজন নিখোঁজ রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেড় লক্ষাধিক মানুষকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাপানি টিভি চ্যানেল এনএইচকের খবরে বলা হয়, বন্যাদুর্গত ৯০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আর ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।
জাপানের তোচিগি ও ইবারাকি এলাকায় প্রচুর বৃষ্টি হতে পারে বলে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দফতর। একই সঙ্গে বন্যা ও ভূমিধসের ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
জরুরি সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ তাকুয়া দেশিমারু বলেন, ‘“এমন বৃষ্টি আগে দেখিনি। ভয়াবহ বিপদ আসন্ন।”