1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

মুমিনুলদের বিপক্ষে খেলবেন ধাওয়ান-রায়না-জাদেজারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এখন বেশ উষ্ণ সম্পর্কই বিরাজ করছে। বাংলাদেশ জাতীয় দলের ভারত সফরের আক্ষেপটা বছর ১৫ ধরে জিইয়ে srfgtesdsথাকলেও কয়েক মাস ধরে বিসিবির আবদারে ইতিবাচক সাড়াই দিচ্ছে বিসিসিআই। যেমনটা হুট করেই বিসিবির আবদারে বাংলাদেশ ‘এ’ দলকে ভারত সফরের সুযোগ দিল বিসিসিআই।

এখানে অবশ্য ভারতেরও লাভের অঙ্ক রয়েছে। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলবে ভারত। তার আগে দলের আশ-পাশে থাকা ক্রিকেটার, ইনজুরিতে পড়া ক্রিকেটারদের পরখ করতে চায় বিসিসিআই। সঙ্গে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের জন্য একটা বড়সড় প্রস্তুতি পর্বও সেরে ফেলার পরিকল্পনাতেই বাংলাদেশ ‘এ’ দলকে আতিথ্য দিচ্ছে বিসিসিআই।

সম্প্রতিই দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে সিরিজ খেলেছে ভারতীয় ‘এ’ দল। বাংলাদেশের দ্বিতীয় সারির দলটির বিপক্ষেও রয়েছেন ভারতের কয়েকজন তারকা ক্রিকেটার। বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজের জন্য বুধবার ভারতীয় ‘এ’ দল ঘোষণা করেছে বিসিসিআই। মুমিনুলদের বিপক্ষে খেলবেন শেখর ধাওয়ান, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন তরুণ ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদ। তিন দিনের ম্যাচে নেতৃত্বের ভার থাকছে শেখর ধাওয়ানের কাঁধে। দুজনই বিভিন্ন সময় ভারতের ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছেন।

ওয়ানডে দলের বড় চমক সুরেশ রায়না। এছাড়া এই দলে থাকা করণ শর্মা, মনিশ পান্ডে, কেদার যাদব, সঞ্জু স্যামসন ও ধবল কুলকার্নি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

তিন দিনের ম্যাচের দলে আছেন পাঁচ টেস্ট ক্রিকেটার। শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে ইনজুরিতে পড়ে ছিটকে পড়েছিলেন ধাওয়ান। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাচ্ছেন তিনি। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও আছেন দলে। রয়েছেন টেস্ট ক্রিকেটার অভিনব মুকুন্দ, অভিমন্যু মিথুন, নোমান ওঝা, বরুন অ্যারনরা।

তিন দিনের ম্যাচের ভারত ‘এ’ দল: শেখর ধাওয়ান (অধিনায়ক), অভিনব মুকুন্দ, করুন নায়ার, শ্রেয়াস আইয়ার, বাবা অপরাজিত, নামান ওঝা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমন্যু মিথুন, বরুন অ্যারন, ঈশ্বর পান্ডে ও শেলডন জ্যাকসন।

একদিনের ম্যাচের ভারত ‘এ’ দল: উন্মুক্ত চাঁদ (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, মানিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সঞ্জু স্যামসন, করুন নায়ার, কুলদীপ যাদব, জয়ন্ত যাদব, করন শর্মা, রিশি ধাওয়ান, শ্রীনাথ অরবিন্দ, ধবল কুলকার্নি, রাশ কালারিয়া ও গুরকিরাত সিং মান।

এদিকে মঙ্গলবার ভারত সফরের জন্য শক্তিশালী ‘এ’ দল ঘোষণা করেছিল বিসিবি। মুমিনুল হকের নেতৃত্বে এই দলে রয়েছেন ১০ টেস্ট ক্রিকেটার। ১৩ সেপ্টেম্বর ভারত যাবে মুমিনুল বাহিনী। ১৬, ১৮, ২০ সেপ্টেম্বর ব্যাঙ্গালোরে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন মুমিনুল-নাসিররা। মহীশূরে প্রথম তিন দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ কর্নাটক ক্রিকেট এসোসিয়েশন। ব্যাঙ্গালোরে দ্বিতীয় তিন দিনের ম্যাচে সফরকীরদের বিপক্ষে মাঠে নামবে ভারত ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজিব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ