1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

স্টার্টিং স্যালারি? এশিয়ায় সবার নীচে ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮২ Time View

ভারতের নতুন প্রজন্মের কাছে এ বড় দুঃখের খবর। পড়াশোনা শেষ করে বা শেষের দোরগোড়ায় এসে যারা চাকরির আবেদনপত্র পাঠানোর তোড়জোড় শুরু করছেন, তাদের জানিয়ে রাখা ভালো, ayuusdjkasএশিয়ার মধ্যে সবচেয়ে কম স্টার্টিং স্যালারি বা শুরুর বেতন ভারতেই। ফ্রেশারদের সবচেয়ে কম বেতন দেয় ভারতীয় সংস্থাগুলি। এশিয়ার কোনও দেশে ফ্রেশারকে এত কম বেতন দেওয়া হয় না। প্রোফেশনাল সার্ভিসেস সংস্থা টাওয়ার্স ওয়াটসনের একটি স্টাডিতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

রিপোর্টে বলা হয়েছে, ভারতে স্টার্টিং স্যালারি বা বেতনের গড় ৪০০ মার্কিন ডলার বা ২৪ হাজার রুপির কাছকাছি। এই রুপি দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের নিরিখে এক পঞ্চমাংশেরও কম। অর্থাৎ ওই দেশ দুটিতে একজন ফ্রেশারকে ভারতের তুলনায় ৫ গুণ বেশি বেতন অফার করা হয়। টাওয়ার ওয়াটসনের ডেটা সার্ভিসেস প্র্যাক্টিস লিডার সম্ভব রকিয়ানের কথায়, ‘এত খারাপ বেতন দেওয়া থেকেই বোঝা যাচ্ছে, মানবসম্পদ ও প্রতিভার বাজারে ভারতের অবস্থান কোথায়।’

এশিয়ার প্রথম ১১টি বৃহত্তর অর্থনীতির দেশগুলির মধ্যে বেতন দেওয়ার ক্ষেত্রে ভারতের স্থান ৯। তবে সম্প্রতি ম্যানুফ্যাকচারিং ও আইটি সেক্টরের বাড়বাড়ন্তে ম্যানেজার পদে বেতন খানিকটা ভদ্রস্ত হলেও, এখনও তা চীন বা সিঙ্গাপুরের ধারেকাছেও পৌঁছতে পারেনি। আইটি ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ম্যানেজার পদে ভারতের গড় বেতন ৫৬ হাজার ৫৩০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩৭ লক্ষ ৬০ হাজারের কাছাকাছি)। সেখানে চীনে ওই পদে গড় বেতন ১ লক্ষ ১২ হাজার ৭০ মার্কিন ডলার ( ভারতীয় মুদ্রায় ৭৪ লক্ষ ৫০ হাজার) ও সিঙ্গাপুরে ১ লক্ষ ৫১ হাজার ১৬৮ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১ কোটি রুপির উপর)।– সংবাদসংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ