1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৪ Time View

বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হাইতিতে ৩টি এমআই-১৭ হেলিকপ্টারসহ ১১০ জন বিমান বাহিনীর সদস্য বিশিষ্ট একটি কন্টিনজেন্ট নিয়োগ করতে যাচ্ছে। এ কন্টিনজেন্টের ১০০ dsfassdaসদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে রবিবার হাইতির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর এ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মো. শাহারুল হুদা। খবর আইএসপিআর’র।
হাইতিতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। শান্তিরক্ষীরা অর্জিত সুনাম ও সাফল্য অক্ষুন্ন রেখে ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে যাত্রার পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান। কন্টিনজেন্টের ১০ জন সদস্য অগ্রবর্তী দল হিসেবে গত ১৮ আগস্ট হাইতির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এরআগে গত ২ সেপ্টেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে হাইতিগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ