ব্রাজিলের পর্যটন শহর পারাতিতে গতকাল রবিবার এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু ও ৪০ জন আহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, একটি চওড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। সড়কটি পর্তুগীজদের কাছে ‘গড হেল্প মি হিল’ নামে পরিচিত। আজ সোমবার সপ্তাহান্তে ব্রাজিলের বাসিন্দারা স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি ভোগ করছে। ৩ দিনের ছুটিতে তারা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছিল।
দমকল বিভাগের এক মুখপাত্র জানান, রিও ডি জেনেরিও রাজ্যে এই ঘটনা ঘটে। পারাতির সঙ্গে উপকূলীয় এলাকা ত্রিনিদাদের সংযোগকারী একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার কর্মী ও তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে।