নরওয়ের সামরিক বাহিনী তার সৈন্যদের জন্যে পরিবেশবান্ধব আন্ডারওয়্যার কেনার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ বলছে, সৈন্যরা আগামীতে পরিবেশ নষ্ট করে না এরকম সুতির আন্ডারওয়্যার ও ব্রা পরিধান করবে। পরিবেশবান্ধব পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে এ ধরনের একটি চুক্তি করেছে নরওয়ের সশস্ত্র বাহিনী। স্থানীয় একটি সংবাদপত্রকে উদ্ধৃত করে এই খবরটি দিচ্ছে বিবিসি মনিটরিং।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এসব অন্তর্বাস তারা পরীক্ষা করে দেখেছেন। এগুলো উন্নত মানের এবং আরামদায়ক।
তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে সৈন্যদের জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্তৃপক্ষ বলছে, যদিও এর ফলে তাদের খরচ আরও বেড়ে যাবে। তারপরও তারা পরিবেশ ও সৈন্যদের কথা বিবেচনা করে এই উদ্যোগ নিয়েছেন। পরিবেশবান্ধব সুতা প্রস্তুতকারক স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্যে এটা একটা সুখবর।
সামরিক বাহিনীতে প্রতি বছর ৫০,০০০ অন্তর্বাস সরবরাহ করা হয়। পরিবেশবান্ধব এই সুতা উৎপাদনে কোনো ধরনের রাসায়নিক পদার্থ, সার কিম্বা কীটনাশক ব্যবহার করা হয় না।
সামরিক বাহিনী বলছে, এ রকম একটি সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সৈন্যরাও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে।