অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার শেন ওয়াটসন রোববার টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ১০ বছরের ক্যারিয়ারে কার্ডিফে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচটিই ছিল ৩৪ বছর বয়সী ওয়াটসনের শেষ টেস্ট। যে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে ১৬৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয় অস্ট্রেলিয়া।
অ্যাশেজের প্রথম ম্যাচে ওয়াটসন ব্যাট হাতে যথাক্রমে ৩০ ও ১৯ রান করেন কিন্তু বল হাতে ছিলেন উইকেটশূন্য। যে কারণে সিরিজের বাকি ম্যাচ আর দলে জায়গা পাননি তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ওয়াটসন নিজের অবসরের ঘোষণা করেন।
তিনি বলেন, ‘খুব হাল্কাভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়নি, বিশেষ করে গত মাসের পর।’
‘আমি জানি সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই সঠিক সময় এবং সিমতি ওভারের ওয়ানডে ও টি-২০ ভার্সনে খেলা চালিয়া যাওয়ার বিষয়ে আমি আশাবাদী।
‘আমার নিজের, পরিবারের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জন্য কোনটি সঠিক তা অনেক ভেবে চিন্তে আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
‘কোনটি সঠিক হবে সে বিষয়ে গত দুই দিন আমি অনেক চিন্তা করেছি। আমি কেবল এটাই জানি যে আমার পক্ষে সম্ভব সর্বোচ্চটাই আমি দিয়েছি।’
নিজ দেশের হয়ে এক টেস্ট ও নয় ওয়ানডে দলের নেতৃত্ব দেয়া ওয়াটসন শনিবার লর্ডসে ম্যাচে জয়ের পর কাফ ইনজুরির কারণে চলমান ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
২০১৩/১৪ অ্যাশেজ ও এ বছরের বিশ্বকাপজয়ী দলের সদস্য রোববার সকালে সতীর্থদের নিজের সিদ্ধান্ত জানান।
ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ হারার পর অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক মাইকেল ক্লার্ক সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এমন ঘোষণা দিলেন ওয়াটসন।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৯ টেস্টে ৩৭৩১ রান করার পাশাপাশি ৭৫ উইকেট শিকার করেছেন ওয়াটসন। -সংবাদ সংস্থা