বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না অসি ওপেনার ডেভিড ওয়ার্নারের। লর্ডসে শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় ওয়ার্নার এই আঘাত পান।![iusda[s]](http://www.priyodesh.com/wp-content/uploads/iusdas.jpg)
মঙ্গলবার ম্যানচেস্টারে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইনজুরি সত্ত্বেও ওয়ার্নার অবশ্য পুরো দলের সাথে ম্যানচেস্টারে যাচ্ছেন। সোমবার তার দেশে ফিরে যাবার কথা রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও বদলি খেলোয়াড়ের নাম এখনো ঘোষণা করা হয়নি।
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে অ্যাশেজ টেস্ট সিরিজ পরাজয়ে শর্ট বলে বেশ বেগে পেতে হয়েছে ওয়ার্নারকে। লর্ডসের ম্যাচে ফাস্ট বোলার স্টিভেন ফিনের ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে করা বাউন্সারটি ওয়ার্নারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত করে। ওয়ার্নারের হাতে লেগে উইকেটরক্ষক জোস বাটলারের মাথায় উপর দিয়ে বেরিয়ে যায়। এক রান সংগ্রহ করা ওয়ার্নার এরপর আর পুরো ম্যাচে খেলতে পারেননি।
ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। রিটায়ার্ড হার্ট হয়ে ইনিংসের শুরুতে ওয়ার্নার মাঠ থেকে বেরিয়ে গেলেও অস্ট্রেলিয়া ৬৪ রানে জয়ী হয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য হয়তবা বিশ্বকাপ জয়ী দলের ওপেনার অ্যারন ফিঞ্চকে ডাকা হতে পারে। বর্তমানে ফিঞ্চ ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়ন ইয়র্কশায়ারের হয়ে খেলার জন্য ইংল্যান্ডেই রয়েছেন। এর আগে ভারতীয় প্রিমিয়ার লীগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তাকে সফরের শুরুতে ডাকা হয়নি। -সংবাদ সংস্থা